ত্রিপুরা

চিন্তন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি tripura প্রদেশ বিজেপি’র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী

আগরতলা:কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে শনিবার অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা (tripura) প্রদেশের চিন্তন বৈঠক। বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল আসন্ন বিধানসভা নির্বাচন।

চিন্তন বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি (bjp) ষাটের মধ্যে ষাটটি আসনেই কিভাবে জয়লাভ করতে পারে তার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে।

গত দুদিন ধরেই রাজ্যের অবস্থান করছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এম সন্তোষ। রয়েছেন রাজ্যের প্রভারী ডঃ মহেশ শর্মা, উত্তর পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর ডঃ সম্বিত পাত্রা, আসাম (assam) এবং ত্রিপুরা (tripura) প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা। শুক্রবার থেকে রাজ্য নেতৃত্বদের সঙ্গে একের পর এক বৈঠক করে যাচ্ছেন তারা।

শনিবার আয়োজন করা হয় চিন্তন বৈঠকের। বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে ছিলেন রাজ্যের(tripura) মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী (tripura) যীষ্ণু দেববর্মণ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভায় নবনির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব, লোকসভার সাংসদ রেবতী মোহন ত্রিপুরাসহ (tripura) ,রাজ্য নেতৃত্বরা।

চিন্তন বৈঠকে বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বৈঠক শেষে পাম রিসোর্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানান দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ২০২৩ এর বিধানসভা নির্বাচন।

সুব্রতবাবু বলেন, কিভাবে ভারতীয় জনতা পার্টি ৬০টি আসনের মধ্যে ৬০টিতে জয়লাভ করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন পাশাপাশি রাজ্যের বিরোধী দলগুলোর অবস্থান এবং তাদের গতিবিধি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলতে গিয়ে শ্রী চক্রবর্তী আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচনে জয় লাভের জন্য দল কি কি কৌশল অবলম্বন করবে তার একটা রূপরেখা প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুব্রত বাবু বলেন, বিরোধীরা ষড়যন্ত্র করে শাসক দলকে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। তা সত্ত্বেও জনভিত্তি অনেকটাই শক্তিশালী রয়েছে শাসকদলের।

এরপরও জনভিত্তি আরো বেশি শক্তিশালী করতে চাইছে দল। বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে আত্মপ্রত্যয়ের সুর শোনা গেল সুব্রত বাবুর কথায়। সাংবাদিক সম্মেলনে সুব্রত বাবু সঙ্গে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কিশোর বর্মন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

16 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago