ব্ৰিটেনকে ছাপিয়ে বিশ্বের অর্থনীতিতে (Indian economy)পঞ্চম স্থানে ভারত

নয়াদিল্লিঃ ভারতীয় অর্থনীতি ব্ৰিটেনকেও টপকে গেল। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ভারত। পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে এল ব্রিটেন। সে দেশে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আকাশ ছুঁয়েছে। এমতাবস্থায় ৫  থেকে ৬ নম্বরে নেমে যাওয়া ব্রিটেনের কাছে অবশ্যই বড় ধাক্কা। রিপোর্ট মতে, ২০২১ সালের শেষ তিন মাসেই ব্রিটেনকে পিছিয়ে এগিয়ে এসেছে ভারত। 

এমনও হতে পারে তা ধারনা করা যায়নি। একসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। সেই ভারতই এবার এক ধাপ উঁচুতে উঠে গিয়েছে ব্রিটেনের থেকে। ব্রিটেনের অর্থনীতির এই পতনের ফলে সে দেশের নতুন সরকারের জন্য বড় ধাক্কা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতানুযায়ী, চলতি আর্থিক বছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশের বেশি। 

যদিও ব্ৰিটেনের থেকে ভারতের জনসংখ্যা অনেক গুণ বেশি।  

সার্বিকভাবে ভারতের অর্থনীতির মোট মূল্য (GDP) প্রায় সাড়ে তিন ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে। সেখানে ব্রিটেনের অর্থনীতির মূল্য ৩.২০ ট্রিলিয়ন। ব্রিটেনকে টপকে যাওয়ায় ভারত এখন পঞ্চম স্থানে। উপরে রয়েছে আমেরিকা, জার্মানি, চিন এবং জাপান। 

গত দু’দশক ধরে উন্নয়নশীলের তকমা ঘুচিয়ে বিশ্বে অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে ক্রমশ উন্নতি হচ্ছে ভারতের৷ ওয়ার্ল্ড ব্যাংকের (World Bank) রিপোর্ট অনুসারে, এই সাফল্যের মূল কৃতিত্ব দেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির৷ সেই সঙ্গে উপভোক্তার সংখ্যাও বেড়েছে এবং তাঁদের ক্রয়ক্ষমতাও বেড়েছে৷ এই ফ্যাক্টরেই জিডিপি দ্বিগুণ হয়েছে ভারতের৷ তার জেরেই শক্তিশালী অর্থনীতি হওয়ার দিকে কয়েক কদম এগিয়ে গিয়েছে ভারত৷

যদিও অর্থনীতির সার্বিক এই বৃদ্ধি সাধারণ মানুষের জন্য খুব একটা তাৎপর্যপূর্ণ নয় বলেই দাবি ওয়াকিবহাল মহলের। কারণ অর্থনীতি আকারে বাড়লেও পাথাপিছু আয়ে উন্নত দেশগুলির তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছে ভারত। দেশে এখনও অসংখ্য শিশু, বহু লোক না খেতে পেয়ে অপুষ্টিতে মারা যায়। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

9 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

18 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago