সংবাদ শীৰ্ষ

ED summons to Jharkhand CM Hemant Soren in mining scam: খনি দুর্নীতি মামলায় Jharkhandএর CM Hemant Sorenকে EDর দফতরে তলব

নয়াদিল্লিঃ Jharkhandএ খনি দুর্নীতি (Mining Scam) ও আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় এবার মুখ্যমন্ত্রী Hamant Soren তলব করল ED। ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে তাঁকে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাঁচি (Ranchi) শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট দপ্তরে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। Jharkhand Mukti Morcha (JMM) 

এর আগে ইডি রাঁচির একটি বিশেষ আদালতে (Ranchi special court) পঙ্কজ মিশ্র, বাচ্চু যাদব এবং প্রেম প্রকাশের বিরুদ্ধে Prevention of Money Laundering Act (PMLA) অধীনে অবৈধ খনি ও চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল করেছিল। এই (Mining Scam) মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ Pankaj Mishra সমেত আরও দু’জনকে গ্রেফতারও করেছিল ED। জুলাই মাসে খনি দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক ঠিকানায় অভিযান চালায় ইডি। সেই সময় পঙ্কজ মিশ্রের ব্যাংক অ্যাকাউন্টে ১১ কোটি ৮৮ লক্ষ টাকার হদিশ মেলে বলে দাবি ইডির। ওই অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও পঙ্কজের বাড়ি থেকে নগদ ৫ কোটি ৩৪ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ওই সময় পঙ্কজের বাড়িতে বেশ কয়েকটি চেক মেলে, যেগুলিতে Hamant Sorenএর স্বাক্ষর ছিল।

ED বিবৃতিতে বলেছে যে সোরেনের ঘনিষ্ঠ হওয়ায়, মিশ্র রাজনৈতিক প্রভাব উপভোগ করেন এবং সোরেনের বিধানসভা কেন্দ্র বারহাইতে অবৈধ খনির ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ২০১৯ সালে, সোরেন দুমকা (Dumka) এবং বারহাইত (Barhait)  দুটি কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন। তাঁর ভাই Basant Soren দুমকা থেকে উপনির্বাচনে জিতেছিলেন।

ইডি বিবৃতিতে আরও যোগ করেছে, “তিনি স্টোন চিপস এবং বোল্ডার খনির পাশাপাশি সাহিবগঞ্জের (Sahibganj) বিভিন্ন খনির সাইট জুড়ে স্থাপন করা বেশ কয়েকটি ক্রাশারের ইনস্টলেশন ও অপারেশনের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ অনুশীলন করেন।”

জনপ্ৰিয় এক সংবাদ মাধ্যমকে রাজ্যসভার সাংসদ এবং Jharkhand BJPর রাজ্য সভাপতি দীপক প্রকাশ বলেছেন, “আইন তার নিজস্ব গতিপথ নিয়ে চলেছে। আইনের হাত তো দূরের কথা এবং তা কাউকে ছাড়ে না- সে শাসক হোক বা অন্য কেউ।”

রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে BJPর দীর্ঘদিনের লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন যে তারা আগামী দিনে রাজ্য জুড়ে বেশ কয়েকটি বিক্ষোভের পরিকল্পনা করেছে। তিনি জানান- ৭ থেকে ১৩ নভেম্বর রাজ্য জুড়ে ব্লক স্তরে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। ১৯ থেকে ২৩ নভেম্বরের মধ্যে জেলা পর্যায়েও একই কাজ করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, বেআইনি খনি ও আর্থিক তছরুপ মামলায় নাম জড়ানোর পর থেকে অস্বস্তিতে রয়েছে Jharkhandএর মুখ্যমন্ত্রী Hamant Soren। তাঁর প্রধান অভিযোগ, নিয়ম ভেঙে নিজের নামে খনির লিজ নিয়েছিলেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল বিজেপি (BJP) । এই ঘটনা ঘিরেই বিতর্কের সূত্রপাত। এমনকী মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে বসেছিলেন Hamant Soren। শেষ পর্যন্ত আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হন সোরেন। 

এন ই নাও নিউজ

Recent Posts

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

16 hours ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

23 hours ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

1 day ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago

বাংলাদেশে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

ঢাকা: বাংলাদেশে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।মাঝেমধ্যে গায়ে বাতাস লাগলেও তা যেন আগুনের হল্কা।…

2 days ago