সংবাদ শীৰ্ষ

বিশ্বভারতীর চিঠি নিয়ে চিন্তিত নন অর্থনীতিবিদ অমর্ত্য সেন

কলকাতাঃ নাম প্ৰকাশে অনিচ্ছুক বিশ্বভারতীর (Visva-Bharati) একজন সিনিয়র ফেকাল্টি  সদস্য বলেছেন- নোবেল জয়ী অমর্ত্য সেনকে(Nobel laureate Amartya Sen) বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে অভিযোগ করে হেনস্থা করা হচ্ছে। তিনি জানিয়েছেন- অধ্যাপক সেনকে চাপে ফেলে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্ৰবর্তী (Vice-chancellor Bidyut Chakrabarty) দিল্লিতে তাঁর বসদের খুশি করার চেষ্টা করছেন।

গত মঙ্গলবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে অধ্যাপক সেনকে(Amartya Sen) একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচি’র সীমানার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমাল (৫ হাজার ৬০০ বর্গ ফুট) জমি ঢুকে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।  তাঁকে দ্রুত জমি “হস্তান্তর” করতে বলা হয়েছে। 

বিশ্বভারতীর উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তী (Vice-chancellor Bidyut Chakrabarty) যোগ দেওয়ার পর এ অভিযোগ প্রায় নিয়মিতভাবে করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ অভিযোগ প্রত্যাহার করার দাবি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি চিঠিও পাঠিয়েছেন অমর্ত্য সেন। অধ্যাপক অমর্ত্য সেন(Amartya Sen) বিশ্বভারতীর জমি বিষয়ক অভিযোগকে ‘মিথ্যা অভিযোগ’ বলে অতীতে বর্ণনা করেছেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Nobel laureate Amartya Sen) চিঠি দিয়ে তাঁর শান্তিনিকেতনের বাসস্থানের জমি ফেরত চেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কয়েক বছর ধরেই অধ্যাপক অমর্ত্য সেনের ওপর চাপ বাড়াচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, যাতে তিনি তাঁর শান্তিনিকেতনের(Santiniketan) পৈতৃক বাড়িসংলগ্ন জমির একাংশ ছেড়ে দেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন।

প্ৰসঙ্গত উল্লেখ্য যে, কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ভারতীয় জনতা পার্টির (BJP) সরকারের বিরুদ্ধে কড়া বক্তব্য রেখেছেন অধ্যাপক অমর্ত্য সেন (Amartya Sen)। জানুয়ারির মাঝামাঝি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিজেপি এক হিন্দু ভারতের জন্ম দিয়েছে।

অভিযোগ, ২০১৪ সালে BJP ক্ষমতায় আসার পর থেকে অমর্ত্য সেনের(Amartya Sen) সঙ্গে তাদের সরাসরি বিরোধ তৈরি হয়েছে। শুরুতেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে তাঁকে সরানো হয়। তারপর অধ্যাপকের মেয়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক অভিযোগ এনেছেন বিজেপির নেতা-কর্মী মন্ত্ৰীরা। তাঁদের বক্তব্য অমর্ত্য সেন(Amartya Sen) বিদেশে ভারতের বদনাম করেছেন। খোদ কলকাতায় কোনও আলোচনা সভায় বক্তা হিসেবে অমর্ত্য সেনের নাম থাকলে কেন্দ্র সরকারের প্রেক্ষাগৃহে সেই অনুষ্ঠানের অনুমতিও দেওয়া হয় না। নানাভাবে তাঁকে চাপের মধ্যে রাখার চেষ্টা করেন বিজেপির নেতারা।

অমর্ত্য সেনও(Amartya Sen) বিভিন্ন সাক্ষাৎকারে বিজেপি সরকারের সমালোচনা করেছেন। এসবের কারণেই তাঁকে নতুন করে শান্তিনিকেতনের বাড়ির একাংশ ছাড়তে বিশ্বভারতী কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করেছেন বলে মনে করা হচ্ছে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

9 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

13 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago