রাজ্য

“করোনা উপসর্গের ভিন্নতার জন্য জিন ৫০ শতাংশ দায়ী”

করোনা রোগির সঙ্গে থাকলেও অপরজনের ফলাফল নেগেটিভ আসছে। অন্যদিকে দুজনেই দেখা যাচ্ছে কোভিড-১৯ এ আক্রান্ত। কিন্তু একজনের শরীরে উপসর্গ রয়েছে, অন্যজনের নেই। কাউকে আবার কৃত্রিম সুস্থ করে তোলার জন্যে কৃত্রিম শ্বাস দিতে হচ্ছে। কেউ আবার এমনিতেই সুস্থ হয়ে উঠছেন। ভারতেও অহরহ ঘটছে করোনা রোগির মধ্যে এমন উপসর্গের তারতম্য। সমগ্র বিশ্বের জীনবিজ্ঞানীরা এর পেছনে জিনের প্রভাব দেখতে পাচ্ছেন।

তাঁদের দাবি, জিন প্রায় ৫০ শতাংশ রোগিভেদে করোনা উপসর্গের জন্যে দায়ী।

আমাদের শরীরে ২৫ হাজারের মতো জিন রয়েছে। এর মধ্যে এক বা একাধিক জিনের তারতম্য করোনার ভিন্ন মাত্রার বা ভিন্ন ধরনের উপসর্গের পেছনে একটা ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। নির্ভরযোগ্য প্রমাণের জন্য দরকার বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এমন একটি গবেষণার কথা ঘোষণা করেছেন এ সপ্তাহে। করোনায় সংক্রমিত ৩৫ হাজার মানুষের জিনের গঠন পরীক্ষা করা হবে। এসব মানুষের মধ্যে ২০ হাজার মারাত্মকভাবে সংক্রমিত হয়েছিলেন এবং ইনটেনসিভ কেয়ারে তাঁদের নিতে হয়েছিল। বাকি ১৫ হাজারের সামান্য উপসর্গ ছিল। এ গবেষণার জন্য ২ কোটি ৮০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হয়।

সংক্রমিত রোগীদের জিনবৈচিত্র্য নিয়ে কয়েকটি গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বলে রাখা ভালো, এসব ফলাফল এখনো প্রতিষ্ঠিত গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়নি। এমন একটি গবেষণা হয়েছে লন্ডনের কিংস কলেজে। ২ হাজার ৬০০ যমজ ব্যক্তি গবেষণায় অংশ নেন। এই যমজেরা দুই ধরনের। একদল যমজের মধ্যে জিন সাদৃশ্য শতভাগ। অন্যদলের ৫০ শতাংশ । দেখা গেছে, শতভাগ জিন সাদৃশ্য আছে এমন যমজদের করোনার সংক্রমণের উপসর্গগুলো একই ধরনের। গবেষকদের এই দলটি বলছে, উপসর্গের ভিন্নতার জন্য জিন হয়তোবা ৫০ শতাংশ দায়ী।

কোন জিন দায়ী হতে পারে? এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। মার্কিন গবেষকদের ধারণা, অন্তত দুটি জিনের ভূমিকা থাকতে পারে। আমাদের শরীরের কিছু জিন গোয়েন্দাদের মতো কাজ করে। এইচএলএ হলো এ রকম একটি জিন।

জীবাণু শরীরে ঢুকলে তাকে শনাক্ত করা প্রয়োজন। এ জন্য প্রয়োজন হয় এক ধরনের প্রোটিন। এইচএলএ জিন আমাদের শরীর কীভাবে জীবাণু শনাক্ত করার প্রোটিন তৈরি করবে, তার নির্দেশনা দেয়। মানব শরীরে এ জিনের ভিন্নতা অতীতে সারস ভাইরাসের উপসর্গের মাত্রার ভিন্নতার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়।

সন্দেহ রয়েছে আরেকটি জিনের দিকেও। টিএমপিআরএসএস২ নামের এ জিনটি এক ধরনের প্রোটিন তৈরি করে। করোনাভাইরাস এই প্রোটিনের সঙ্গে সখ্য তৈরি করে আমাদের শরীরে কোষের ভেতরে প্রবেশ করে। যদি প্রমাণ করা যায় যেসব মানুষের শরীরে এই প্রোটিন কম তৈরি হয়, তাদের উপসর্গের মাত্রাও কম, তাহলে নতুন ওষুধ তৈরি করার পথ সহজ হবে।

এসিই২ জিনেরও প্রভাব আছে বলে ধারণা করা হচ্ছে। নির্দিষ্ট জিনের সঙ্গে রোগের সংক্রমণ এবং উপসর্গের সম্পর্ক নিয়ে বিজ্ঞানীদের ধারণা এর আগে অনেকবার ভুল প্রমাণিত হয়েছে। যেমন ধরুন হেপাটাইটিস সির সংক্রমণ। আইএল২৮বি নামের জিনের ভূমিকা কোনো বিজ্ঞানীর ধারণার বাইরে ছিল। এ জন্য এবারের গবেষণাগুলোতে সব জিনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

রোগের বিস্তার প্রতিরোধ নির্ণয় এবং চিকিৎসার জন্য জিন গবেষণা অত্যন্ত জরুরি। মানবদেহে রোগের সংক্রমণ এবং উপসর্গ কে প্রভাবিত করে, এমন জিন এবং তার বৈচিত্র্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রত্যেক রোগীর জন্য টেস্টের ব্যবস্থা করা যেতে পারে। ফলাফলের ভিত্তিতে চিকিৎসা দেওয়া সম্ভব। ধরা যাক, করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে এমন জিনের উপস্থিতি রয়েছে, যা উপসর্গগুলোকে ভবিষ্যতে আরও জটিল করে তুলতে পারে। এ ধরনের লোকজনকে নিয়মিত নজরদারির মধ্যে আনা সম্ভব।

নতুন ওষুধ আবিষ্কারের জন্য এই জিন গবেষণা জরুরি। রোগের প্রভাব বিস্তারকারী জিনগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এমন ওষুধ তৈরির প্রযুক্তি মানুষের রয়েছে। সমস্যা হচ্ছে, মানবদেহের রোগের সঙ্গে জিনবৈচিত্র্য বা তারতম্যের সম্পর্ক সম্বন্ধে নিশ্চিত হওয়া। অধিকাংশ জিন গবেষণা সম্পর্কে নিশ্চিত করতে পারে না। প্রচুর সংখ্যার রোগী গবেষণার জন্য না পাওয়াটা একটা বড় কারণ। যুক্তরাজ্যে প্রচুর সংক্রমণের কারণে প্রয়োজনীয়সংখ্যক রোগীকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করতে অসুবিধা হওয়ার কথা নয়। অপেক্ষাটা সময়ের। সেই পর্যন্ত ভালো থাকবেন, বিশেষজ্ঞদের পরামর্শ মানবেন।

সূত্রঃ প্রথম আলো

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

19 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

24 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 days ago