Categories: খেলা

ভারতীয় ফুটবলে FIFA-র নির্বাসন নিয়ে আশার আলো, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে দিল Supreme Court

গুয়াহাটিঃ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি। সোমবার Supreme Court-এ ভারতীয় ফুটবলের সমস্যা নিয়ে শুনানি হয়। ফিফার (FIFA) নির্দেশ মতোই সিওএ-কে (COA) (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন) ভেঙে দিল সুপ্রিম কোর্ট। এদিন Supreme Court-এ এই মামলার শুনানিতে কেন্দ্ৰীয় সরকারের তরফে জানানো হয়, ফিফার নিয়ম মানতে রাজি। 

সোমবার শীর্ষ আদালতের (Supreme Court) রায়ে বলা হয়েছে, অবিলম্বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন প্রক্রিয়া শুরু করতে হবে। (AIFF) ফেডারেশনের উপর থেকে সাসপেনশনের খাঁড়া উঠে গেলে তবেই ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন করা যাবে। সেইসঙ্গে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করতে পারবে ভারতীয় ক্লাবগুলিও। এর ফলে ফিফার নির্বাসন তোলার দিকে কিছুটা হলেও এগনো গেল, তেমনটাই মনে করা হচ্ছে।

সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এক সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৮ আগস্ট নির্বাচন হওয়ার কথা ছিল। এদিন Supreme Court-এর তরফে জানানো হয়েছে, নির্বাচনের জন্য আরও এক সপ্তাহ বেশি সময় দেওয়া হল।

 নির্বাচন হতে পারে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ৩৬টি রাজ্যের ফুটবল প্রশাসনিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা নির্বাচনে উপস্থিত থাকবেন। Supreme Court নিযুক্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানেই নির্বাচন করাতে হবে।

আদালত নিযুক্ত সিওএকে বাতিল করে বলা হয়েছে, ফেডারেশনের (AIFF) প্রতিদিনের কাজের তদারকি করবেন অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল। সেই সঙ্গে বলা হয়েছে, ফেডারেশনের একজিকিউটিভ কমিটিতে মোট ২৩ জন সদস্য থাকতে পারবেন। তার মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবেন ১৭ জন সদস্য। প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে থেকে ৬ জনকে বেছে নেওয়া হবে কমিটিতে।   

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জট কবে কাটে সেটাই এখন দেখার।   

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

14 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

18 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 days ago