ওপার বাংলা

সৌদি আরবে অত্যাচারিত সুমি আজ ফিরে এলেন বাংলাদেশে, কিন্তু কবে বন্ধ হবে সৌদিতে নারী কর্মী পাঠানো?

বাংলাদেশের মেয়ে সুমি আখতারের পুনর্জন্ম হয়েছে। সৌদি আরবে প্রবল মানসিক-শারীরিক নির্যাতন সহ্য করে সেই গৃহকর্মী সুমি আজ শুক্রবার বাংলাদেশের সময় সকাল সাড়ে ৭টায় এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৭ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুমি।

রবিবার জেদ্দার শ্রম আদালতে সুমির বিষয়ে আদালতে শুনানি হয়। এতে সুমির পরিবারের লোকদের কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হবে না বলে রায় দেন বিচারক।

জন্ম-মৃত্যুর লড়াই করে সুমির সঙ্গে দেশের মাটিতে পা রাখলেন আরো ৯১ জন নারী।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক জহিরুল ইসলাম জানিয়েছেন, বিমানবন্দরে থেকে তাঁর গ্রাম পঞ্চগড়ে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সুমিকে মা-বাবার কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, সৌদি আরবে গৃহকর্মীর কাজ করার লালসা দিয়ে নিয়ে গিয়ে তাঁদের অধিকাংশকেই যৌন ও শারীরিক নির্যাতন করা হয়। করা হয় হাত বদল।

ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশের মেয়েরা মধ্য প্রাচ্যের দেশগুলোতে যায়। কিন্তু অক্ষত হয়ে কিংবা জীবন্ত হয়ে কতজন ফিরে আসতে পারে, সেটাই মূলত গণনার বিষয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, ‘সৌদি আরবে ২ লাখ ৭০ হাজার নারী কাজের জন্য গেছেন। এদের মধ্যে ৫৩ জন (মরদেহ) ফিরে এসেছে। এর মধ্যে ৮ হাজারের মতো ওখানের কাজ থেকে ফিরে এসেছেন। শতকরা হিসেবে সংখ্যাটা খুবই সামান্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। সেসময় সৌদি আরব থেকে যে সব নারী কর্মীর মরদেহ এসেছে তাঁদের মধ্যে কতজন আত্মহত্যা করেছেন তা নিয়ে সরকারের কাছে কোনরকম তথ্য নেই বলে জানান তিনি।

উল্লেখযোগ্য যে, সুমি গত ৩০ মে তারিখে ‘রূপসী বাংলা ওভারসিজ’র মাধ্যমে সৌদি আরব যান। কিন্তু মধ্য প্রাচ্যে যাওয়ার পর তিনি বুঝতে পারেন যে দালালের হাতে পড়ে তাঁর জীবনটা শেষ করে ফেলছে ওরা। পরিবারকে প্রায়ই অত্যাচারের কথা জানাতেন। অত্যচার শুধু খাবার না দিয়ে মারার অত্যাচার নয়, রীতিমতো সে দেশে বাংলার মেয়েদের পতিতা বানিয়ে পুরুষের যারপরনাই নিষ্পেষণ চলে। পতিতাপ্ললিতে যেমন একটি মেয়ের কোন স্বাধীনতা থাকে না, সে শুধু পুরুষের সম্পত্তি, তাঁকে যেভাবে যে খুশি ভোগ করে চলে যায়, বাংলাদেশের মেয়েরা সোউদি আরবে গিয়ে তেমনই অত্যাচারের শিকার হয়। তাঁদের নেই কোন স্বাধীনতা। নেই জীবনের নিশ্চয়তা।

এ অবস্থায় সুমি গত অক্টোবর মাসে ফেসবুকে বুক ভেঙে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন তাঁর ওপর চালানো পাশবিক অত্যাচারের কথা। তাঁকে যেভাবে হোক এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্যে প্রধানমন্ত্রী হাসিনার কাছে অনুরোধ করেছিলেন।

এরপর সুমি আক্তারকে ফেরাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকে কর্মকর্তারা সুমির সঙ্গে যোগাযোগ করেন। এরপরই তাঁকে পুলিশের সাহায্যে উদ্ধার করা হয়।

নারী কর্মীদের সৌদি আরবে পাঠানো বন্ধ হবে কী না জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

 

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

14 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

1 day ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago