আরও একা হয়ে গেলেন Bangladesh এর প্রধানমন্ত্রী Sheikh Hasina

ঢাকা: একে একে নিভিছে দেউটি। শেখ হাসিনার (Sheikh Hasina) বিশ্বস্ত দুঃসময়ের সাথীরা একে একে চলে যাচ্ছেন। ক্রমশ নিঃসঙ্গ একা হয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধী অপশক্তি।

এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ যেন আরেকটি পাকিস্তান (pakistan) হওয়ার পথে যাত্রা শুরু করে। আবার যুদ্ধাপরাধী রাজাকারদের আস্ফালন শুরু হয়। আওয়ামী লীগ (awami league) ছিন্নভিন্ন বহুধা বিভক্ত হয়ে পড়ে, কর্মীরা নির্দেশনাহীন।

এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ (awami league) সিদ্ধান্ত নেয় দল বাঁচাতে শেখ হাসিনাকে দলের সভাপতি করার। আর সেই বিবেচনা থেকে ১৯৮১ সালে কাউন্সিলে আওয়ামী লীগ সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন শেখ হাসিনা (sheikh hasina)। ১৯৮১ সালের ১৭ মে তিনি বিক্ষুব্ধ এক প্রতিকূল পরিবেশে বাংলাদেশে ফিরেন।

এ সময় তিনি ঘরে-বাইরে ছিলেন একা, নিঃসঙ্গ। কিছু মানুষ তাকে সাহস যুগিয়েছে, তার পাশে থেকেছে এবং সৎ পরামর্শ দিয়েছে।

যারা শেখ হাসিনার (Sheikh Hasina) বন্ধুর পথ পাড়ি দিতে তার পাশে দাঁড়িয়ে হাত ধরেছে এরকম নেতারা একে একে চলে যাচ্ছেন। এই মিছিলের সর্বশেষ নাম সৈয়দা সাজেদা চৌধুরী।

পঁচাত্তরের পরে আওয়ামী লীগ পুনর্গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জোহরা তাজউদ্দীন। জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছিলেন।

আওয়ামী লীগ (awami league) সভাপতি দেশে ফেরার পর তাকে বিশ্বস্ত সাহচর্য দিয়েছেন। তাকে সুপরামর্শ দিয়েছেন এবং বঙ্গবন্ধুর আদর্শের পথে যেন আওয়ামী লীগ চলতে পারে সেজন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ এবং দৃঢ় সমর্থন জানিয়েছিলেন।

জোহরা তাজউদ্দীন চলে গেছেন। পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগে শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আরেকজন অভিভাবক ছিলেন প্রয়াত জিল্লুর রহমান। জিল্লুর রহমান বঙ্গবন্ধুর সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনাও (Sheikh hasina) বিশ্বস্ততা এবং দলের প্রতি অকুণ্ঠ আনুগত্যের কারণে তাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন।

জিল্লুর রহমান সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী লীগ ১৯৯৬ সালে ২১ বছর পর ক্ষমতায় ফিরে আসে। জিল্লুর রহমানও এখন আর নেই। বিশেষ করে ওয়ান-ইলেভেনের সময় জিল্লুর রহমানের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল।

অনেকেই মনে করেন সে সময় জিল্লুর রহমানের মত একজন প্রাজ্ঞ বিচক্ষণ রাজনীতিবিদকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল জন্য আওয়ামী লীগ বিভক্তির হাত থেকে রক্ষা পেয়েছে এবং ক্ষমতায় ফিরে এসেছে।

ওয়ান-ইলেভেনের সংকটে আওয়ামী লীগ সভাপতির আরেকজন বিশ্বস্ত অনুসারী ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফ জাতীয় চার নেতার সন্তানদের অন্যতম এবং তিনি যখন লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তখন আওয়ামী লীগ সভাপতি তাকে দেশে ফিরিয়ে আনেন এবং রাজনীতিতে নেতৃত্বের সুযোগ করে দেন।

কঠিন সময়ে ওয়ান-ইলেভেনের সংকটে সৈয়দ আশরাফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এসময় তার ত্যাগ, নিষ্ঠা এবং সাহস কর্মীদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে।

আওয়ামী লীগের এই সংকটে সৈয়দ আশরাফের ভূমিকা ছিল গর্ব করার মতো। আর সেই সৈয়দ আশরাফুল চলে গেছেন। ওয়ান ইলেভেনসহ বিভিন্ন সংকটে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী।

সৈয়দা সাজেদা চৌধুরী সেই রকম একজন রাজনীতিবিদ যিনি সব সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বঙ্গবন্ধু সময় ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি। পঁচাত্তর পরবর্তী সময় আওয়ামী লীগ পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আর এই ধারা তিনি অব্যাহত রেখেছিলেন তার পুরো রাজনৈতিক জীবনে। তিনি ছিলেন আওয়ামী লীগের একজন বাতিঘর এবং সংকটের কাণ্ডারি। পঁচাত্তরের পর থেকে যতগুলো সংকটে আওয়ামী লীগ পড়েছে প্রত্যেকটি সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সাজেদা চৌধুরী।

দলের নেতৃত্বে সাথে বিশ্বাসঘাতকতা করেননি। আর শেখ হাসিনার (Sheikh Hasina)সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষদের একজন হিসেবে তিনি আওয়ামী লীগের পরিচিত ছিলেন। শেখ হাসিনা (Sheikh Hasina) তাকে ডাকতেন ফুফু। তিনিও এখন চলে গেলেন।

আস্তে আস্তে শেখ হাসিনার (Sheikh Hasina) বিশ্বস্ত এবং কাছের মানুষরা যারা তাকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে, যারা তাকে ঠকায়নি এ রকম নেতারা চলে যাচ্ছেন। শেখ হাসিনা (Sheikh Hasina) হয়ে যাচ্ছেন ক্রমশ একাকী।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

8 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

13 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago