ওপার বাংলা

মহা মুজিব বর্ষঃ মার্চেই প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে আসছেন প্রধানমন্ত্রী মোদি

আগামি মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন।

২০২০ সালের ১৭ মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শুভজন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন।

উক্ত দিন বাংলাদেশে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরেন্দ্র দামোদরদাস মোদি।

বিশেষ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের একদিন আগেই ঢাকায় পৌঁছে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। দু-দেশের আলোচনায় উঠে আসবে বহু গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ত্রাসবাদ, ভারতের নয়া সংশোধিত নাগরিকত্ব আইন এবং নাগরিক পঞ্জি নিয়ে দু-দেশের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা কার্য অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্য যে, বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ভারতের বিএসএফ এবং বাংলাদেশ রাইফেলস-এর সেনাদের মধ্যে।

এর পাশাপাশি বাণিজ্য থেকে শুরু করে সামরিক দিক থেকেও ঢাকার পাশে রয়েছে নয়া দিল্লি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মহাআড়ম্বরে উদযাপন করা হবে মুজিববর্ষ।

এই পুরো বছর দেশব্যাপী উৎসব করা হবে।

আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আনন্দ-উৎসবের সঙ্গে পালন করবে জাতি। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম মাস মার্চ থেকে শুরু হবে এ উৎসব যা ২০২১ সালের মার্চ পর্যন্ত চলবে। কী কী কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে তা নিয়ে দলের বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি জানান।

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

19 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 day ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago