Myanmar- র সীমান্তে আবারও গোলাগুলিতে বাড়ছে আতঙ্ক

ঢাকা: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এলাকায় মিয়ানমার অংশে আবারও থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ শুনা গেছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে তুমব্রু সীমান্তে ভারী গুলির শব্দে স্থানীয়দের মাঝে বাড়ছে আতঙ্ক।

টানা দুই দিন ধরে থেমে থেমে ছোড়া হচ্ছে গুলি, আর্টিলারি ও মর্টার শেল। ভারী অস্ত্রের গোলাগুলির শব্দে সীমান্তের বাসিন্দাদের মাঝে বাড়ছে চরম আতঙ্ক। সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় সেখানে সীমান্ত সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে লোকজনদের যাতায়াত বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

তবে তিন দফায় বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সেনাদের ছোড়া গোলা এসে পড়েছে। ঢাকা বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। ঢাকার বক্তব্য মিয়ানমারের উস্কানীর ফাঁদে পা দেব না।

জানা গেছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আরসা ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে এখনো সংঘর্ষ চলছে। তার উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের ভূখণ্ডে। টানা গত দুই দিন ধরে থেমে থেমে ছোড়া হচ্ছে গুলি, আর্টিলারি ও মর্টার শেল।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় গতকাল বুধবারও ভারী গোলাবারুদের আওয়াজ শোনা গেছে; এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উত্তেজনা বাড়তে থাকায় সেখানে সীমান্ত সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে। গত ১৭ দিন থেকে এই সড়কটি নির্মাণকাজ বন্ধ রয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাখাইনদের সংগঠন আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের মধ্যে মঙ্গলবার ও বুধবার সকাল থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পেয়েছেন তুমব্রু সীমান্তের বাসিন্দারা।

বোমার শব্দে কাঁপছে পুরো এলাকা, সীমান্তবর্তী নাগরিকদের নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী।
সীমান্তের এলাকাবাসীরা মনে করছেন এভাবে ঘটনা ঘটতে থাকলে আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। যা বাংলাদেশের ঠেকানো কষ্ট হয়ে যাবে।

কারণ রোহিঙ্গা ইতোমধ্যে দেশে শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছে। নিয়মিতই দেশে রোহিঙ্গা সংখ্যা বাড়ছে। বহু পথ অনুসরণ করে রোহিঙ্গারা এখনো দেশে ঢুকছে। অন্যদিকে প্রতি বছর প্রায় ৩৫ হাজার রোহিঙ্গা শিশু জন্ম দিচ্ছে। দিন যতই ঘড়াচ্ছে ততই প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাখাইনদের সংগঠন আরাকান আর্মির অবস্থান লক্ষ করে মিয়ানমার সেনাবাহিনী বোমাবর্ষণ করছে। সংঘাতের মধ্যে গত ২৮ আগস্ট দুপুরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টারশেল এসে পড়ে।

এরপর ৩১ আগস্ট রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরতলীতে আরাকান আর্মির সদস্যরা একটি পুলিশ পোস্টে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে বলে প্রকাশিত সংবাদে দাবি করা হয়। আরাকান আর্মির দখলে নেয়া পুলিশ ফাঁড়ি দখলে নিতে সেনাবাহিনী এগোচ্ছে। এর মধ্যে গত শনিবার মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টারে গোলা বাংলাদেশের সীমানার ভেতরে এসে পড়ে।

মঙ্গলবার ও বুধবার মুহুর্মুহু গুলির আওয়াজ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এসব ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে দুইবার ডেকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এটি উসকানিমূলক নয়। এটি স্ট্রে (আকস্মিক চলে এসেছে)। টানা তিন সপ্তাহ ধরে গোলাগুলির আওয়াজ পাওয়ার পর রোববার ও সোমবার কোনো শব্দ পাওয়া যায়নি। গত মঙ্গলবার ও গতকাল বুধবার সকাল থেকে ফের গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও কোনো যুদ্ধবিমান বা ফাইটিং হেলিকপ্টার উড়তে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, গোলাগুলির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। তারা সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করছেন। সীমান্ত এলাকায় রাবার বাগানে যেসব শ্রমিক কাজ করেন তাদের সরিয়ে নেয়া হয়েছে। আপাতত সেখানে শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন না।

তুমব্রু সীমান্ত এলাকার বাসিন্দা মাহামুদুল হক বলেন, বুধবার সকাল থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে গতকালের শব্দগুলো বিকট; মর্টার শেলের আওয়াজ মতো। আকাশে মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান

জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তে দুই দিন গোলাগুলি বন্ধ থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছিল। কিন্তু গত মঙ্গলবার ও গতকাল বুধবার সকাল থেকে আবারও গোলাগুলি শুরু হওয়ায় ভয়ে আছে সীমান্তের লোকজন। বুধবারও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। মনে হচ্ছে মর্টার শেল ছোড়া হচ্ছে। শব্দগুলো বিকট। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এতে লোকজনের মাঝেও ভয়ভীতি বাড়ছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, তুমব্রু সীমান্তে রাখাইনে সকাল থেকে আবারও গোলাগুলি চলছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। এ বিষয়ে আমাদের সীমান্ত বাহিনী কাজ করছে। সীমান্তের বাসিন্দাদের আতঙ্কিত না হতে বলা হচ্ছে।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গতকাল বুধবার সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে। সীমান্তে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানায়, বাংলাদেশের অংশে গোলা পড়ার ঘটনার পর সীমান্তে নিরাপত্তা-টহল জোরদার করাসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। কোনো দেশের অভ্যন্তরে অন্য দেশের গোলা এসে পড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা।

সেনাবাহিনীর প্রকৌশল ব্যাটেলিয়ন ২০ ইসিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ রিয়াসত আজিম জানিয়েছেন, সীমান্ত উত্তেজনার কারণে গত ১৭ দিন থেকে সীমান্ত সড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কটির নির্মাণ কাজ পুনরায় শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু তারা (মিয়ানমার) তা তো মানছেই না, উল্টো বাংলাদেশের অভ্যন্তরে বারবার ঢুকে পড়ছে। তাই কেবল আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করা এবং কূটনৈতিক তৎপরতা চালানো।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, আরাকান আর্মি নামক এক বিচ্ছিন্নতাবাদী সংস্থা সেখানে অবস্থান করছে, যারা ওই এলাকা দখল করেছে। তাদের সাথে প্রতিনিয়ত মিয়ানমার আর্মির সংঘর্ষ হচ্ছে। বাংলাদেশের সীমান্তে এসে গোলা পড়া অনুচিত, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আমাদের এখন দেখতে হবে গোলা পড়াটা ইচ্ছাকৃত নাকি তাদের সংঘর্ষের ফলাফল। তিনি আরও বলেন, তবে পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, মিয়ানমার ইচ্ছাকৃত বাংলাদেশকে টার্গেট করে গোলাটা ছুড়ছে না। এ ক্ষেত্রে বাংলাদেশকে সামরিক সক্ষমতা বজায় রেখে ভবিষতে যেন গোলা এসে না পড়ে, সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে এটি সমাধান করতে হবে। বাংলাদেশের উচিত সীমান্তে আরো নজরদারি বাড়ানো। সামরিক উত্তেজনা বাড়ানো যত সহজ, নিষ্পন্ন করা ততটাই কঠিন।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

15 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

19 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 days ago