ভয়ঙ্কর অপরাধে বাংলাদেশের রোহিঙ্গারা,২ রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা, ক্ষমতার আধিপত্য বিস্তার নিয়ে বেড়েছে খুনোখুনি

ঢাকা: অশান্তি লেগেই আছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৫টির অধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ খুনোখুনিসহ ভয়ংকর সব অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। এইসব গ্রুপের সদস্যরা ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও ইয়াবা ব্যবসায় জড়িত।

আগে এরা দা, ছুরি, বল্লমের মতো সাধারণ অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করলেও এখন ব্যবহার করছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। যদিও র‌্যাব-পুলিশের দাবি, সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে। তার পরেও গত মঙ্গলবার উখিয়ায় নিজ গোষ্ঠির সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে দুই রোহিঙ্গা নেতা।

নিহতরা হলেন, হেড মাঝি (নেতা) আবু তালেব (৪০) ও সাব-ব্লক মাঝি (নেতা) সৈয়দ হোসেন (৩৫)।  মায়ানমারে সেনা অভিযানের মুখে ২০১৭ সালে শুধু সাধারণ রোহিঙ্গারাই নয়, তাদের ভিড়ে বাংলাদেশে এসে ঠাঁই নিয়েছে বেশকিছু সন্ত্রাসী রোহিঙ্গা গ্রুপও। সাধারণের ভীড়ে সন্ত্রাসী রোহিঙ্গারা এখানে আসায় চাপ ও ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ।

তোপের মুখে পড়েছে সাধারণ নিরীহ রোহিঙ্গারাও।গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ কাণ্ড ঘটে।  নিহতরা হলেন ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি (নেতা) আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি (নেতা) সৈয়দ হোসেন (৩৫)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে ৮ থেকে ১০ জন রোহিঙ্গা দুর্বৃত্ত সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে হত্যা করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে।

জানা গেছে, ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেন ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসেন আরো কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। সন্ত্রাসী রোহিঙ্গাদের মূলপেশা মাদক চোরাচালান, তোলাবাজি, ক্যাম্পের অসহায় তরুণী-যুবতীদের দেশের প্রধান সমুদ্রবেষ্টিত পযটন কেন্দ্রের হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করা থেকে শুরু করে বিদেশে পাচার উল্লেখযোগ্য।

এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শুধু সরকারিই নয়, কক্সবাজার জেলার নাগরিকরাও অতিষ্ঠ। যখন-তখন গুলিযুদ্ধ, খুন-খারাপি তো জলভাত। পুলিশও এই দুষ্কৃতিদের লাগাম টেনে ধরে রাখতে পারছে না। কেননা শরণার্থীশিবিরে সাড়ে ১২ লাখ রোহিঙ্গার মধ্যে কে ভাল, আর কে সন্ত্রাসী-জঙ্গি খুঁজে বের করা কষ্টকর।
সূত্র আরো জানায়, এসব হত্যার পেছনে ইয়াবা, অস্ত্রবাণিজ্য ছাড়াও রয়েছে চাঁদা আদায়ের ঘটনা।

মায়ানমার থেকে আসা ইয়াবাসহ নানা প্রকার মাদক ও অস্ত্রবাণিজ্য আর সংগঠন ভিত্তিক এলাকা দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত চলছে সংঘর্ষ ও গোলাগুলি। অপহরণ, ইয়াবা বিকিকিনি এবং চাঁদাবাজি ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে গ্রুপিং। ক্ষমতার আধিপত্য বিস্তার নিয়ে বেড়েছে খুনোখুনি।

স্থানীয় সূত্রগুলো বলছেন, টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোয় তৈরি হয়েছে অন্তত ১৫-এর অধিক সশস্ত্র দল। যেসব সন্ত্রাসী গোষ্ঠীর নাম জানা গেছে তার মধ্যে উখিয়ার ক্যাম্পগুলোয় রয়েছে মুন্না গ্রুপ, আনাস গ্রুপ, মাহাদ গ্রুপ, সালাম বা সালমান শাহ গ্রুপ, হাফেজ আহমদ গ্রুপ, জহির গ্রুপ, আতাউল্লাহ গ্রুপ। টেকনাফে রয়েছে হাকিম ডাকাত গ্রুপ, নুরে আলম গ্রুপ, জকির ডাকাতের গ্রুপ। এসব ক্যাম্পের আড়ালে সক্রিয় রয়েছে আরসা, আল ইয়াকিন, আরাকান রোহিঙ্গা আর্মি, আতাউল্লাহর বাহিনী, আরএসও, আরআরএসও।

এসব রোহিঙ্গা গ্রুপের হাতে জিম্মি সাধারণ রোহিঙ্গারা। তাদের বাইরে গেলে ঘটে অপহরণসহ হত্যা। গ্রুপগুলোর প্রতিনিয়ত গোলাগুলির ফলে সাধারণ রোহিঙ্গা ছাড়াও স্থানীয়রা রয়েছেন চরম হুমকির মুখে। তবে দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানামুখী তৎপরতায় কিছুটা চুপচাপ থাকলেও রাতে পাল্টে যায় ক্যাম্পের দৃশ্যপট। চাঁদা, মাদক-বাণিজ্য, চোরাচালানসহ বিভিন্ন অপরাধে যুক্ত এসব সশস্ত্র দল নিজেদের শক্তি জানান দিতে হামেশাই নির্যাতন করে সাধারণ রোহিঙ্গাদের।

অপর একটি সূত্র জানায়, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। এইসব সন্ত্রাসী গ্রুপের হাতে অস্ত্র ও টাকা দিচ্ছে অন্য একটি গ্রুপ। কক্সবাজারে সাম্প্রতিক কিছু সন্ত্রাসী কমকাণ্ডে এমন তথ্য বেড়িয়ে এসেছে। এর থেকে রক্ষা পেতে রোহিঙ্গারা আওয়াজ তুলেছে- ‘আইয়্যু আইয়্যু অন্রা বেগুন আরাকানত যাইগই’যার অর্থ, এসো এসো আমরা সবাই আরাকান (মায়ানমার) চলে যাই। প্রত্যাবাসন সমর্থিত এ ধরনের স্লোগান নিয়ে গত মাসে ‘গো হোম’ ক্যাম্পেইন করছেন রোহিঙ্গারা।

গতমাসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সি-ব্লকে রাতের আধারে হামলা চালায় মায়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা। এ সময় গুলিযুদ্ধে আরসা সদস্য মো. সলিম উল্লাহ (৩০) নিহত হয়। এরআগে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে আরসা সদস্যরা। মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সম্প্রতি বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বাংলাদেশে ইয়াবা তৈরি হয় না, রোহিঙ্গারা মায়ানমার থেকে ইয়াবা নিয়ে আসে সীমান্তরক্ষীদের চোখ দিয়ে।কক্সবাজারের টেকনাফে তথ্য গোপন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির চেষ্টাকালে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের হাতে আটক ওই তরুণীর নাম কহিনুর আকতার (২০)। এদিকে কক্সবাজারের টেকনাফ লেদা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চারটি বন্দুকসহ এক রোহিঙ্গা নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫-এর সদস্যরা। গ্রেফতার রোহিঙ্গা নয়াপাড়া লেদা মোচনী এইচ ব্লকের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে জাফর আলম (৩৬)।

অপরদিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া আরো সাত রোহিঙ্গা নারী-শিশুকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

11 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

20 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago