অসম

অসমের হাইলাকান্দি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন পবীন্দ্রকুমার নাথ

দায়িত্ব নিলেন অসমের হাইলাকান্দি জেলার নয়া পুলিশ সুপার পবীন্দ্রকুমার নাথ।

বুধবার সন্ধ্যায় তিনি হাইলাকান্দি পৌঁছেই পুলিশ সুপার মহনীশ মিশ্রের কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন।

দরং জেলার সিপাঝারের বাসিন্দা কৃষি বিভাগে স্নাতকোত্তর উত্তীর্ণ পবীন্দ্রকুমার নাথ পুলিশ সুপার হিসেবে হাইলাকান্দি জেলায় প্রথম হলেও পুলিশ সুপার হিসেবে চতুর্থ।

১৯৯৬ সালের অসম পুলিশ সেবার এই আধিকারিক প্রথম চাকরিতে যোগ দেন তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা মহকুমার এসডিপিও হিসেবে।

পরবর্তীতে কার্বি আংলং জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীমান্ত), শোনিতপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার), করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীমান্ত) হিসেবে কাজ করেছেন।

এছাড়াও গুয়াহাটিতে সহকারী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ রাজ্যের সিআইডি বিভাগের পুলিশ সুপার, গুয়াহাটির ডেপুটি কমিশনার অব পুলিশ( প্রশাসন) এবং অসম বিধানসভার মার্শাল হিসেবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় সীমান্ত শাখার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে প্রায় দেড় বছর কাজ করে এই উপত্যকার জল-হাওয়ার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়ে হাইলাকান্দি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে পবীন্দ্রকুমার নাথ আরও জানিয়েছেন, হাইলাকান্দি জেলায় পুলিশ ও জনতার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে জনগনকে পুলিশের প্রতি আস্থা অর্জন করাই হবে তাঁর প্রধান কাজ।

এছাড়া জেলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে সচেষ্ট থাকার পাশাপাশি এ ব্যাপারে জেলার সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেছেন হাইলাকান্দি জেলায় প্রথমবারের মতো দায়িত্ব নেওয়া পুলিশ সুপার পবীন্দ্রকুমার নাথ।

কথা প্রসঙ্গে এও জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন, চলতি মাসের ১৫ আগস্ট রাষ্ট্রপতি হাত থেকে তাঁর মেডেল নেওয়ার কথা, তবে এ বছর সম্ভবত তা আর হয়ে উঠবে না বলেও কিছুটা আক্ষেপ করেছেন নয়া পুলিশ সুপার।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

8 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

13 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago