অসম

আনন্দময়ীর আগমণে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে, ওদিকে কেন্দ্রীয়-রাজ্য বিজেপি সরকারের বিশ্বাসঘাতকতায় কাছাড় মিল লকআউট…!

আনন্দময়ী মায়ের উৎসব উদযাপনের কাউন্টডাউন শুরু।

মন্দা ব্যাবসা-বাণিজ্য,প্রকৃতির মুখ ভার, এনআরসির চাপান উতোর সহ যান্ত্রিক জীবনের হাজারো সমস্যার মধ্যে দিয়ে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে মা আনন্দময়ী মায়ের আবাহনে সবাই ব্যস্ত হয়ে উঠেছেন। সরগরম হয়ে উঠছে গ্রাম-কাছাড়ের গলি মহল্লা ।

মহালয়া অবধি তেমন উৎসাহ উদ্দীপনা আঁচ করা যাচ্ছিল না যদিও পুজোর ঘন্টা বাজতেই পুজোর বাজারহাট কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় ফিরছে, পূজোর কেনাকাটায় বিভিন্ন রকমারি বিপণী প্রতিষ্ঠানে ভীড় জমাট বাধতে শুরু করছে।

শহরমুখো হচ্ছেন উৎসাহীরা। কিন্তু কেউ কি একবারও ভাবছেন মুন্নি, সুমন, পাপড়িদের কথা ! ওদের বাড়িতে শ্মশানের স্তব্ধতা । আজও ঘরে শিউরে কাঁদছে! তার কারণ একটাই হাতে টাকাকড়ি নেই,নেই মাসিক মাইনে। আজও বাবা পুজোর কাপড় কিনতে পারেননি ! বাবা বলছেন এইবার বাকী দোকানদারও বাকিতে দিতে নারাজ ।

গতবছরের বাকী পরিশোধ না করায়,এবার মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। তাই এবার পুজোর জামাকাপড় নেই, জমবে না পুজো।

ওদের পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা কাছাড় পেপার মিলে চাকরি করতেন কিন্তু সরকারী উদাসীনতায় আজ কয়েক বছর ধরে মিল লকআউট। বেতন নেই। দুবেলা দুমুঠো পেটের ভাত যোগান মুশকিল হয়ে পড়েছে ।

এই পরিস্থিতিতে বছরের সর্ববৃহৎ উৎসবকে ঘিরে বাড়তি উৎসাহ আনন্দে সামিল হওয়ার মুরোদ থাকতে পারে কি?

এই প্রসঙ্গে নর্থ ইস্ট নাও-কে  এইচপিসির জনৈক কর্মী অশ্রুসিক্ত নয়নে জানান বিজেপি সরকার কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতা দখলের প্রাকলগ্নে প্রতিশ্রুতি দিয়েছিল কাছাড় পেপার মিল আবার চালু করবে । দেওয়া হবে ওদের বকেয়া পাওনা কিন্তু আশ্চর্যজনক ভাবে অসমের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী সব জেনেশুনেও আজ এইচপিসি চালু করা তো দূরের কথা ওদের বকেয়া পাওনা দিতে চায়নি ।

সমগ্র দেশ যখন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব দুর্গাপূজার আনন্দে সামিল হতে তৈরি তখন এইচপিসি কর্মচারীদের পরিবারে বিষন্নতার ছায়া গ্রাস করে রেখেছে ।

আজ রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা নিজেদের নিয়ে ব্যস্ত কিন্তু একবারও কি ভেবেছেন এইসব পরিবারের কথা।এইচপিসি কর্মীরা জানান ,সরকার নগাঁও ও কাছাড়ে থাকা রুগ্ন কল দুটি পুনরুজ্জীবিত করুক।

সরকার এই দুই কাগজ কল ও কর্মীদের ভবিষ্যৎ এভাবে দিনের পদ দিন ঝুলিয়ে রাখুক তার সম্পূর্ণ বিরোধী কর্মীরা। দুটো কাগজ কলের কর্মী এবং তাঁদের পরিবারের স্পষ্ট অভিমত হলো,এর একটা হেস্তনেস্ত হোক।

কল দুটো বন্ধ থাকায় প্ৰায়ই কর্মীর মৃত্যু হচ্ছে,কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আর এরজন্য দোষের বোঝা গিয়ে পড়ছে সরকারের ওপর। কল দুটোর কর্মীরা গত ৩৬ মাস ধরে বেতন পর্যন্ত পাচ্ছেন না। অধিকাংশ কর্মী ও তাদের পরিবার পরিজনকে অনাহার,অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। ছেলে-মেয়ের পড়াশোনার খরচ পর্যন্ত চালাতে পারছেন না কর্মীরা।

যাঁরা ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষার জন্য বাইরের বড় শহরগুলিতে পাঠিয়েছিলেন, অর্থাভাবের জন্য পড়াশোনা মাঝপথে শিকোয় তুলে তাদের ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন কর্মীরা। কাগজ কলের কর্মীরা ছেলে-মেয়ের ভবিষ্যৎ নিয়ে প্ৰচণ্ড দুশ্চিন্তায়। নগাঁও কাগজ কলের কর্মী বিশ্বজিৎ দাস(৫৫) আত্মহত্যা করেছেন।

কাগজ কল দুটোর বিভিন্ন কর্মী সংস্থা বলেছে,চরম অর্থাভাবের মুখে পড়েই বিশ্বজিৎ দাস আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন ।

তাই কর্মী সংস্থাগুলি এখন এটা স্পষ্ট করে জানতে চায় সরকার কল দুটো পুনরুজীবিত করবে কি না? এভাবে আশ্বাসের ওপর ভরসা করে আর ঝুলে থাকা কঠিন হয়ে পড়েছে তাঁদের কাছে।

২০১৬ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে ক্ষমতায় আসে। রাজ্যের উদ্যোগ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি নগাঁও ও কাছাড়ের পাঁচগ্ৰাম কাগজ কলের কর্মীদের আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার এক বছরের মধ্যে রুগ্ন মিল দুটো পুনরুজ্জীবিত করবে।

দিশপুরের জোট সরকার তিন বছর পূরণ করতে চললো,কিন্তু আজ অবধি কল দুটো খোলা নিয়ে কোনও তৎপরতা গ্ৰহণ করতে দেখা গেলো না তাদের।রাজ্য সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে,কল দুটো খোলার ব্যাপারে তারা কেন্দ্ৰের কাছে প্যাকেজ প্ৰস্তাব রেখেছে।

ওদিকে কেন্দ্ৰীয় সরকারও ঘোষণা দিয়েছিল দুটো কাগজ কলের কর্মীদের বকেয়া বেতনের টাকা তারা রিলিজ ’করবে। কিন্তু কেন্দ্ৰের ওই ঘোষণা আজও বাস্তবায়িত হলো না।

অমলেন্দু মালাকার

Recent Posts

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

19 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 day ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago