অসম

চাপে পড়ে হাইলাকান্দি পুরসভা বাতিল করল নেহরু শিশু উদ্যান চত্বরে অট্টালিকা নির্মাণের পরিকল্পনা

অবশেষে নাগরিক তথা সুশীল সমাজের চাপে পড়ে পিছু হটতে বাধ্য হলো হাইলাকান্দি পুরসভা। বাতিল হলো নেহরু শিশু উদ্যান চত্বরে অট্টালিকা সহ দোকান নির্মাণের পরিকল্পনা। তবে পুরসভার ডাকা নাগরিকসভায় পুর সভানেত্রী অনুপস্থিতি থাকায় বইলো সমালোচনার ঝড়।

হাইলাকান্দি শহরের একাদশ শহিদ সরণিতে থাকা নেহরু শিশু উদ্যানকে পুনর্নির্মাণ ও দ্বিতল ভবন নির্মাণের জন্য ৫ সেপ্টেম্বর রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী পীযুষ হাজরিকা শিলান্যাস করেছিলেন। এখানকার জেলাশাসক, সপার্ষদ বিজেপি সভাপতি সহ পুরসভার নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে। কিন্তু শিলান্যাসের পর থেকেই বিতর্কের আবর্তে চলে যায় গোটা নেহরু শিশু উদ্যানের নয়া পরিকল্পনাটি। শিলান্যাসের পর যথারীতি কাজও শুরু হয়। কিন্তু নতুন পরিকল্পনা মতে দ্বিতল ভবন নির্মাণ ছাড়াও শহরের নাগরিকরা জানতে পারেন যে, শিশু উদ্যানের সামনে কয়েকটি দোকানঘর তৈরি করে ভাড়া দেওয়া হবে পুরসভার আয় বৃদ্ধিতে। এতেই ঘোর আপত্তি জানান সুশীল সমাজ সহ হাইলাকান্দি নাগরিক অধিকার সুরক্ষা সমিতি। সুরক্ষা সমিতির পক্ষ থেকে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে অট্টালিকা সহ দোকানঘর নির্মানের প্রতিবাদ করা হয়।

অন্যদিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) হাইলাকান্দি শাখা গত সোমবার শিশু উদ্যানে গিয়ে অট্টালিকা সহ দোকানঘর নির্মাণকাজ বন্ধ রাখার জোর দাবি জানিয়ে এবিভিপি-র পক্ষ থেকে ওই স্থানে তাদের সংগঠনের পতাকা পুঁতে দিয়ে কাজ বন্ধ রাখতে দাবি জানায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে জেলা সদর জুড়ে রীতিমতো ঝড় বইতে শুরু করে।

বিষয়টি যে অন্যদিকে মোড় নিচ্ছে তা’ বেশ ভালোভাবেই গুরুত্ব অনুধাবন করে হাইলাকান্দি পুরসভা। এই ইস্যুটি নিয়ে যাতে অযথা শহরের নাগরিক, সংগঠন ও পুরসভার মধ্যে মনোমালিন্যের সৃষ্টি না হয় ও নেহরু শিশু উদ্যানটি নিয়ে সরকারের আদৌ কী পরিকল্পনা রয়েছে, তা’ জানাতে মঙ্গলবার বিকেল তিনটেয় এক নাগরিকসভা আহ্বান করেন হাইলাকান্দি পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং(এসিএস)।

অবশ্য এর আগে গত সোমবার বিকেলে পুরসভার কার্যবাহী আধিকারিক তথা সদর মহকুমাশাসক প্রদীপ টিমুং-এর সঙ্গে তাঁর কক্ষে বৈঠকে মিলিত হন পুরসভার একাংশ সদস্য।

শিশু উদ্যানের ছোট্ট পরিসরে অট্টালিকা ও দোকানঘর নির্মাণকাজ নিয়ে নাগরিকরা যে মোটেই খুশি নন, তা আর চেপে রাখতে পারেননি পুর সদস্যরা। ফলে মঙ্গলবার বিকেলে এক নাগরিকসভার আহ্বান করে পুরসভা। হাইলাকান্দি পুরসভার সভাকক্ষে কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুংয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত নাগরিক সভায় উপস্থিত ছিলেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য, বিজেপি-ল যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক সৈকত দত্ত চৌধুরী সহ নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, দ্য গ্রিনস, এবিভিপি, হাইলাকান্দি মার্চেন্ট সংস্থা, পতঞ্জলি যোগ সমিতি সহ সর্বস্তরের নাগরিক ও পুরসভার সদস্যরা। তবে গুরুত্বপূর্ণ এই নাগরিকসভায় পুর সভানেত্রী শ্যামলী রায় উপস্থিত না হওয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে সভাস্থলে।

নাগরিকদের বক্তব্য, হাইলাকান্দি পুরসভার সভানেত্রী শ্যামলী রায় একে তো কার্যালয়ে প্রায়ই আসেন না। তাঁকে কোনো কাজে পেতে হলে তাঁর বাড়িতে যেতে হয়। শহরের নাগরিক সুখ-স্বাচ্ছন্দ্য নিতে তিনি মোটেই আন্তরিক নন এসব অভিযোগ এনে শিশু উদ্যান নিয়ে নাগরিক সভায় তাঁর অনুপস্থিতি থাকাটা সহজে মেনে নিতে পারেন নি অনেকেই।

আর নেহরু শিশু উদ্যানে পুনর্নির্মাণ করতে গিয়ে সেখানে অট্টালিকা ও দোকানঘর বানানোর পরিকল্পনা নেওয়ার ব্যাপারে সরাসরি সভানেত্রীতে দায়ী করে ক্ষুব্ধ একাংশ নাগরিকরা বলেন, হাইলাকান্দি পুরসভার জনগন কার্যবাহী আধিকারিকের কাছে দায়বদ্ধ নন, পুরসভার সভানেত্রীর কাছে। অতএব তাঁকে জবাবদিহি করতে হবে কোন্ যুক্তিতে শিশু উদ্যানে অট্টালিকা ও দোকানঘর নির্মান করা হচ্ছে।

তবে নাগরিক-সংগঠনের পক্ষ থেকে পুরসভার সভানেত্রী সম্বন্ধে এমন মন্তব্য করা হলেও পুরসভার সদস্য সহ কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং-কে রীতিমতো অসহায় থাকতে দেখা গিয়েছে।

এদিকে, যে “স্পর্শকাতর” ইস্যু নিয়ে সভা ডেকেছেন পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং, সেই শিশু উদ্যানে দ্বিতল ভবন ও দোকানঘর বানানোর পরিকল্পনা এক বাক্যে নাকচ করে দিয়েছেন নাগরিকরা।

শুরুতে পুরসভার অভিযন্তারা পুরো পরিকল্পনা সম্বন্ধে উপস্থিত সকলকে অবগত করান। নেহরু শিশু উদ্যান পুনর্নির্মাণ করে কী কী তৈরি করা হবে এ নিয়ে বিস্তারিত তোলে ধরেন অভিযন্তারা। পুরসভার সদস্য অরুণকুমার দাস, চিন্ময় দাস, অমিত সেনও এ ব্যাপারে অবগত করেন উপস্থিত সবাইকে।

কিন্তু সভাস্থল থেকে এক বাক্যে প্রতিবাদের ঝড় উঠে দোকান ও অট্টালিকা নির্মানের জন্য। নেহরু শিশু উদ্যানের সবুজায়ন বাঁচিয়ে রেখে এই পার্কটিকে নতুন করে সাজিয়ে তোলাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু দ্বিতল ভবন ও দোকানঘর কোনোভাবেই বানানো চলবে না, এমন জোর দাবি জানাতে থাকেন সবাই।

প্রবীণ নাগরিক নীতিশ ভট্টাচার্য, বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক সৈকত দত্ত চৌধুরী, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষে সমাজসেবী মানিক চক্রবর্তী, প্রেমাংশু শেখর পাল, দ্য গ্রিনস-এর পক্ষে যজ্ঞেশ্বর দেব, গোলাপ নন্দী,মার্চেন্ট অ্যসোসিয়েশনের সভাপতি ভগবানদাস সারদা, পথঞ্জলি যোগ সমিতির পক্ষে অপু পাল, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে দ্বিজেন্দ্র কান্তি দে, সমাজসেবী রজ্ঞিত ঘোষ, সুশীল পাল, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অনিন্দ্য নাথ, এবিভিপি-র সানি বিশ্বাস, কনকলাল দেব, রাজদীপ চক্রবর্তী, আইনজীবী গৌতম ঘোষ সহ রাজু চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী ছাড়াও সভায় উপস্থিত সবাই একবাক্যে অট্টালিকা ও দোকানঘর বানানোর বিরোধিতা করে এতে সরাসরি আপত্তি জানিয়ে খোলা আকাশের নিচে নেহরু শিশু উদ্যান (পার্ক) নির্মানের জোর দাবি জানান।

তাঁদের মতে, এমনিতেই নেহরু শিশু উদ্যানের (পার্ক) পরিসর একেবারেই ছোট। এর উপর সেখানে দ্বিতল ভবন ও দোকানঘর নির্মান হলে মুক্ত বাতাসে শিশুদের চলাফেরা দায় হয়ে দাঁড়াবে।

এছাড়া, নাগরিকদের কথায়, কোনো স্থানেই পার্কের সঙ্গে অট্টালিকা বা দোকানঘর দেখতে পাওয়া যায় না, তবে কেন ব্যতিক্রম হবে হাইলাকান্দি নেহরু শিশু উদ্যানে। অট্টালিকা ও দোকানঘর বানানোর পরিকল্পনা ছেড়ে দিয়ে পার্ক লাগোয়া যে বিশাল পুকুর রয়েছে এটিকে সাজিয়ে তোলে নৌকাবিহার ও সাউন্ড-মিউজিকের অত্যাধুনিক ব্যবস্থা করতে দাবি জানান। এতে পুরসভার যেমন রাজস্ব আয় বাড়াবে তেমনি হাইলাকান্দি জেলার সর্বস্তরের জনগন এই পার্কে বেড়াতে আসবেন। পাশাপাশি পুরসভার রাজস্ব বৃদ্ধির জন্য টিকিটের ব্যবস্থা করারও পরামর্শ দেন নাগরিকরা।

তবে কোনোভাবেই নেহরু শিশু উদ্যানে (পার্ক) অট্টালিকা ও দোকানঘর নির্মাণ করতে দেওয়া হবে না বলে একবাক্যে সবাই পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং ও পুর সদস্যদের জানিয়ে দেন নাগরিকরা। একসময় সভাস্থলের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে পুর সদস্যদের উদ্দেশ্যে এক প্রবীণ নাগরিকের এক অপ্রীতিকর মন্তব্যকে ঘিরে।

এনিয়ে পুর সদস্য ও ওই ব্যক্তির মধ্যে বাদানুবাদে বেশ কিছু সময় সভাস্থলের পরিবেশ সরগরম হলেও অবশ্য উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে শান্ত হয় সভাস্থল।

অবশ্য নানা প্রতিবন্ধকতার মধ্যেও হাইলাকান্দি পুরসভার ষোলজন সদস্য যে এলাকার সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এর জন্যে তাঁদেরকে ধন্যবাদ জানাতেও ভুলেন নি উপস্থিত একাংশ নাগরিকরা।

পরে সভানেত্রী শ্যামলী রায়ের অনুপস্থিতিতে পুর সদস্য অরুণকুমার দাস নেহরু শিশু উদ্যান নিয়ে সরকারের নেওয়া পুরো পরিকল্পনা সম্বন্ধে সবাইকে অবগত করে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অবশ্য তিনি এও জানিয়ে দেন, নাগরিক সভায় যে সিদ্ধান্ত নেওয়া হবে তা’ মেনে নেবে পুরসভাও।

অন্যান্য পুর সদস্যরাও বক্তব্যে নাগরিকদের আবেগ ও দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে নেহরু শিশু উদ্যানে অট্টালিকা ও দোকানঘর বানানো হবে না বলে মত পোষণ করেন। সবশেষে, পুরসভার সিদ্ধান্ত তথা নিজের বক্তব্য রাখতে গিয়ে পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং বলেন, হাইলাকান্দির নাগরিকদের মতামত ও আবেগের দিকে লক্ষ্য রেখে আপাতত নেহরু শিশু উদ্যানে অট্টালিকা ও দোকানঘর বানানোর পরিকল্পনা বন্ধ রাখা হলো।

অট্টালিকা ও দোকানঘর নির্মানের পরিকল্পনা বাতিল করে সরকারের মজ্ঞুরিকৃত অর্থে যাতে নেহরু শিশু উদ্যানেটিকে (পার্ক) সুন্দর করে সাজিয়ে তোলা সহ পুকুরে নৌকা বিহার সহ পার্কের আকর্ষণ বাড়াতে ব্যবস্থা করা যায় কী না এনিয়ে নয়া পরিকল্পনা ও রূপরেখা তৈরি করা হবে।

ফলে নেহরু শিশু উদ্যানে দ্বিতল ভবন সহ অট্টালিকা ও দোকানঘর বানানোর পরিকল্পনা বাতিল বলে নাগরিকসভায় ঘোষনা করেন কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং। গনদাবি মেনে নেওয়ার জন্য কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং ও পুর সদস্যদের এই সিদ্ধান্তকে করতালি দিয়ে উপস্থিত নাগরিকরা তাঁদেরকে সাধুবাদ জানান।

পাশাপাশি অত্যাধুনিকভাবে নেহরু শিশু উদ্যানের পুনর্নির্মাণে পুরসভাকে সর্বোত ভাবে সহযোগিতা আশ্বাস দেন নাগরিকরা।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

8 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

13 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago