অসম

গুমড়া পাবলিক এমই স্কুলে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে নয়াদিল্লির প্রতিনিধিদল

গুমড়া পাবলিক এমই স্কুলে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে নয়াদিল্লীর প্রতিনিধিদল । ভারত সরকারের প্রস্তাবিত যোজনা “নিষ্ঠা” প্রশিক্ষণের গুণগত মান ও যাবতীয় ব্যবস্থাসমূহ খতিয়ে দেখতে হাজির হন তাঁরা। প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও দৃঢ় ও উন্নত করার লক্ষ্যে উচ্চপর্যায়ে প্রশিক্ষিত এবং দক্ষ প্রশিক্ষক দ্বারা কর্মরত শিক্ষকদের ছয় দিবসীয় প্রশিক্ষণ চলছে।

বুধবার ছিল প্রশিক্ষণ শিবিরের পঞ্চম দিন। এদিন তিনজনের প্রতিনিধিদলে থাকা এনসিইআরটির প্রফেসর সুভাষচন্দ্র রায়,এসসিআরটির রবীন্দ্র কুমার মিশ্র ও ঋষি অরবিন্দু সোসাইটির দেবজ্যোতি কলিতারা প্রথমেই প্রশিক্ষার্থীদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন। পরে প্রশিক্ষক তথা প্রশিক্ষণ শিবিরে নিযুক্ত কি রিসোর্স পার্সন (কেপিআর) ও ষ্টেট রিসোর্স পার্সনদের(এসআরপি) সঙ্গে প্রশিক্ষণ শিবির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সবশেষে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় প্রশিক্ষণ শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মতামত ব্যক্ত করেন প্রতিনিধিদলের কর্মকর্তারা। তারা বলেন, ভারত সরকারের শৈক্ষিক যোজনা ন্যশনেল ইনিশিটিভ ফর স্কুলহেড‘স এণ্ড টিচার্স হোলিস্টিক অ্যডভ্যান্সমেন্ট (নিষ্ঠা )র মাধ্যমে শুধু অসমে নয় সারাদেশে কর্মরত প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের মাধ্যমে শৈক্ষিক শৈলী ও ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আকৃষ্ট করা,পঠনপাঠনের পাশাপাশি অন্যান্য শৈক্ষিক কার্য্যক্রমকে উন্নত করা প্রভৃতি বিষয়ের উপর জোর দিতেই এই প্রশিক্ষণ শিবির। সরকারি বিদ্যালয়সমৃহের প্রকৃত শৈক্ষিক পরিবেশ ও শিক্ষার মান উন্নত করে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে পর্যায়ক্রমে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থার কথাও তাদের আলোচনায় উঠে আসে। তাদের বক্তব্য অনুযায়ী এখন পর্যন্ত কাছাড়ের উদারবন্দ, শিলচর(আরবান),শালচাপড়া ও কাটিগড়া শিক্ষাব্লকে প্রশিক্ষণ শিবির চলছে। এসব খতিয়ে দেখতেই বরাক উপত্যকায় এসেছেন তাঁরা।

শিক্ষককর্মচারীদের দায়িত্বপালনে কোনওভাবেই যেন খামতি না থাকে,স্কুলমাস্টারের সঙ্গে স্কুলপড়ুয়াদের সুষ্ঠু সম্পর্ক গড়ে উঠে, স্কুলপড়ুয়াদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়ে উঠে। সে দিকটা লক্ষ্য রেখেই সরকারের এই প্রয়াস । বললেন নয়াদিল্লির প্রতিনিধিরা।

এনসিইআরটি,এসসিআরটি ও ঋষি অরবিন্দু সোসাইটির যৌথ প্রস্তাবনা এবং কেন্দ্র ও রাজ্য শিক্ষাবিভাগের নির্দেশক্রমে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে কাটিগড়া শিক্ষাব্লকের ৫০০টি সরকারি বিদ্যালয়ের (এলিমেন্টারি) ১৬৮০ স্কুলপ্রধান, সহকারী শিক্ষককর্মচারীদের এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

মোট পাঁট দফায় ১৬৮০ জন শিক্ষক কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গুমড়া পাবলিক এমই স্কুলে।

মোট পাঁচদফায় অনুষ্ঠিত ছয় দিবসীয় প্রশিক্ষণ শিবিরকে সর্বাঙ্গীণ সফল করে তুলতে কাটিগড়া শিক্ষাব্লকের আধিকারিক মনোজ কুমার কৈরী সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও শিক্ষাবিষয়ক বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা সক্রিয় রয়েছেন। বৃহস্পতিবার শেষ দফার প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘটবে বলে জানা গেছে। প্রতিনিধিদলের কর্মকর্তাদের এদিন ক্লাস নিতেও দেখা গেছে।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

17 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

21 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 days ago