অসম

কনেস্টবল পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় Assam Barak র প্রার্থীদের সংখ্যা নগণ্য – অবিলম্বে জেলাভিত্তিক তালিকা প্রকাশের দাবি জানাল BDYF

শিলচর: আসাম পুলিশের (assam police) ২৪৫০ টি কনেস্টবল পদের জন্য গৃহীত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সাম্প্রতিক ঘোষিত তালিকায় অসমের(assam) বরাক উপত্যকার (barak valley) তিন জেলার প্রার্থীদের সংখ্যা নগণ্য।‌এই নিয়ে ক্ষোভ প্রকাশ করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট (bdyf)।

এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের কার্যকরী আহ্বায়ক দেবায়ন দেব বলেন যে তাদের কাছে যা খবর আছে তাঁতে তাঁদের সন্দেহ যে বরাক উপত্যকা (barak valley) থেকে ১৫/২০ জনের বেশি প্রার্থী এই চূড়ান্ত তালিকায় স্থান পাননি।

দেবায়ন বলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তারা এজন্য সরকারকে অবিলম্বে জেলাভিত্তিক তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন। দেবায়ন বলেন যে পুলিশ এমন একটি পেশা যাদের সাথে সবসময় আম জনগনের প্রত্যক্ষ যোগাযোগ রাখতে হয়।

তিনি বলেন যে গ্রামগঞ্জের অনেকেই প্রথাগত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাই সুষ্ঠ প্রশাসন চালানোর স্বার্থে এই পদে এমন প্রার্থীদের নিয়োগ জরুরী যারা এই অঞ্চলের মাতৃভাষা বা কথ্যভাষা এবং সামাজিক অবস্থান ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। এবং‌ একমাত্র স্থানীয় প্রার্থীদের পক্ষেই তা সম্ভব।

কিন্তু দেখা যাচ্ছে অসমের (assam) বরাকের (barak) অধিকাংশ থানায় সাধারণ পুলিশ কর্মী থেকে আধিকারিক অবধি অধিকাংশ পদে বর্তমানে অসমের (assam) ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীরা নিয়োজিত। দেবায়ন বলেন এতে আমনাগরিকরা অসুবিধা ভোগ করছেন কারণ তাঁরা স্থানীয় ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারেন না।

তাঁদের এজাহার,অভিযোগনামা ইত্যাদি লিখতেও সমস্যা হয়। এছাড়া অসমের ব্রহ্মপুত্র উপত্যকার অসমিয়া পুলিশকর্মীদের অধিকাংশেরই এই উপত্যকা নিয়ে কোন দায়বদ্ধতা থাকেনা । ফলে দুর্নীতি ও বৃদ্ধি পাচ্ছে।

তাই অসমের (assam) বরাকের এইসব পদে স্থানীয় প্রার্থীদের নিয়োগ অত্যন্ত জরুরী বলে মন্তব্য করেন তিনি। বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্টের (bdyf) আরেক আহ্বায়ক বাহার আহমেদ চৌধুরী বলেন যে জনসংখ্যার অনুপাতে বরাকের (barak) তিনজেলা থেকে অন্ততঃ ২৫০ প্রার্থীর নাম এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কথা।

তিনি বলেন যে তাঁদের সন্দেহ যে বরাক থেকে খুবই কমসংখ্যক প্রার্থীরা বাস্তবিক ভাবে এই তালিকায় স্থান পেয়েছেন।বাহার বলেন যে বিজেপির মিডিয়া সেল থেকে সামাজিক মাধ্যমে বারবার বরাকের (barak) একজন প্রার্থীর ফোটো দিয়ে প্রচার করা হচ্ছে যে বরাক থেকে নিযুক্তি হয়েছে।

তিনি বলেন যে তাদের যদি সৎসাহস থাকে তবে জেলাভিত্তিক নিযুক্তদের তালিকা প্রকাশ করে আমাদের সন্দেহ নিরসন করুক। তিনি বলেন যে সরকার যদি বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে তবে এই সামান্য তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।

তাই তাঁরা মুখ্যমন্ত্রী তথা বিজেপির মিডিয়া সেলের কাছে এই দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি । বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

12 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

21 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

3 days ago