অসম

বদরপুর রেলওয়ে জংশনকে রেলওয়ে ডিভিশনে উন্নীতকরণের দাবি নিয়ে দিল্লি অভিমুখে রওয়ানার প্রস্তাবঃ রেলওয়ে ডিভিশন ডিমাণ্ড কমিটি

বরাকভ্যালি বদরপুর রেলওয়ে ডিভিশন ডিমাণ্ড কমিটির উদ্যোগে সম্প্রতি এক সন্ধ্যায় বদরপুর পিজি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এক বিশাল নাগরিক সভা। এতে বদরপুর রেলওয়ে জংশনকে ডিভিশনে উন্নীতকরণে বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়।

বিশ্ববরণ বরুয়ার পৌরহিত্য সভায় মুখ্যবক্তা তথা বিজেপি নেতা অমরেশ রায় তার বক্তব্যে বলেন বদরপুরকে রেলওয়ে ডিভিশনে উন্নীতকরণে বৃহত্তর এলাকার জনগনকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে মাঠে নামবেন।

বরাক উপত্যকার রেল মানচিত্রের প্রসারে শতবর্ষ প্রাচীন বদরপুর রেলওয়ে জংশন ছিল মাইলস্টোন । ফলে বদরপুরকে অগ্রাধিকার দিতে হবে। তাছাড়া প্রয়োজন অনুসারে অধিক মাত্রায় খালি জমি রয়েছে, রয়েছে রেলওয়ে ইঞ্জিনীয়ারিং কলেজ সহ রেলওয়ে স্কুল, রেলওয়ে হসপিটাল। পাশাপাশি ত্রিপুরা রাজ্য দক্ষিণ আসামের যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধাজনক অবস্থায় থাকা স্বত্বেও বদরপুরকে কেন অগ্রাধিকার দেওয়া হবে না। তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। রঙিয়া, লামডিং ডিভিশন হয়েছে। কিন্তু পরিধি ও যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে ততটা সুবিধা নেই। এরপরও রঙিয়াকে রেল ডিভিশনে উন্নীত করা হয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন অমরেশ।

শিলচরের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা নেই, দূরপাল্লার গাড়ি রাখার সুব্যবস্থাও নেই বলে উল্লেখ করে উপস্থিত অন্যান্য বক্তারা বদরপুরের পক্ষে জোর সওয়াল করেন এদিন।বদরপুর রেলওয়ে জংশনকে ডিভিশনে উন্নীতকরণের দাবি সনদ নিয়ে দিল্লী অভিমুখে রওয়ানা করার প্রস্তাব সহ যাত্রীমহলের নানা সুবিধার কথা রেলওয়ের সদর দপ্তরে তুলে ধরা হবে বলে প্রস্তাব গৃহীত হয় এদিনের নাগরিক সভায়।

বিজেপি নেতা অমরেশ রায় সহ অন্যান্য বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন চন্দন লাল সেন, দীপক দেব, ভজন দে, কল্লোল মজুমদার,পীযূষ মজুমদার, জেলাপরিষদ সদস্য এনাম উদ্দিন, দিলীপ কুমার দাস, জয়নাল আবেদিন তাপাদার, দীপঙ্কর রায় কর্মকার, অনিতা বরুয়া, সিতাংশু রায়, সুকুমার ঘোষ, পরিতোষ চন্দ্র ঘোষ, বিক্রম চক্রবর্তী, তৌফিক উদ্দিন আহমেদ, জয়দীপ চৌধুরী, রাতুল রাউত, চয়ন দফতরি, সাহাব উদ্দিন, জিল্লুন নূর চৌধুরী, সুদীপ চক্রবর্তী, সৌরভ নাগ ও বিকি দাস প্রমুখ।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কে একজো্ট হয়ে আন্দোলনে ঝাপাতে হবে বলে ঐক্যমত পোষণ করার পাশাপাশি সর্বসম্মতিক্রমে বিশ্ববরণ বরুয়াকে ডিমাণ্ড কমিটির চিফ অ্যাডভাইজর হিসাবে নিযুক্ত করা হয়।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

9 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

24 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 day ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago