অসম

Assam: ঐতিহাসিক বনধ্ পালন করলেন সমস্ত Barak উপত্যকার জনগণ

শিলচর: সমগ্র Barak উপত্যকাজুড়ে সর্বাত্মক বনধ্ পালনের জন্য আপামর বরাকবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন bdf কর্মকর্তারা।

একই সাথে সরকারকে অবিলম্বে তাঁদের সব দাবি মেনে নেবার আহবান জানালেন তাঁরা। এদিন সদ্য মুক্তিপ্রাপ্ত bdf ও বিএনএস পিকেটার্সদের সম্ভর্থনা জানাতে গিয়ে bdf মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে আজকের এই ঐতিহাসিক সফল বনধ্ barak তথা উত্তর পূর্বের বঞ্চিত নিপীড়িত জনগনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

তিনি বলেন এই বনধ্ সফল করার সম্পূর্ণ কৃতিত্ব জনগণের। তাই bdf এর পক্ষ সবাইকে উষ্ণ অভিনন্দন জানান তিনি। জয়দীপ বলেন এই বনধ্ কে বানচাল করতে মরিয়া চেষ্টা চালিয়েছিল সরকার তথা প্রশাসন।

Bdf এর চারজন আহ্বায়ক সহ বিভিন্ন দল, সংগঠনের কর্মকর্তাদের বনধ্ প্রত্যাহারের নির্দেশ দিয়ে হুমকি নোটিশ পাঠিয়েছে পুলিশ প্রশাসন। এমনকি কাল রাত বারোটা অবধি বাড়ি বাড়ি গিয়ে এসব নোটিশ দেওয়া হয়েছে।

Bdf আহ্বায়ক বলেন আজও সমগ্র উপত্যকা জুড়ে অসংখ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং এদের দুর্বিনীত ব্যাবহারের মোকাবেলা করতে হয়েছে পিকেটার্সদের।

শিলচরে বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে সহ বিএনএস এর মাসুক আলম, রাজু দাস, মধুত্তোমা দাস কানুনগোকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এতসব সত্ত্বেও বনধ্ একশো শতাংশ সফল হয়েছে। এর মাধ্যমে যে বার্তা বরাকের বঞ্চিত জনগন দিয়েছেন যদি শাসকদল তা অবজ্ঞা করে তবে তার ফল তাঁদের অবশ্যই ভুগতে হবে।

তাই যত শীঘ্র সম্ভব bdf এর উত্থাপিত দাবিগুলি মেনে নেবার আহবান জানিয়েছেন তিনি। জয়দীপ এদিন যেসব দল সংগঠন এই বনধ স্বতস্ফুর্ত ভাবে সমর্থন করেছেন তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিশেষতঃ বাঙালি (bangali) নবনির্মান সেনার সদস্যদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন যে বিএনএস সদস্যরা যেভাবে এই বনধ্কে সফল করতে আজ সকাল থেকে বিকেল অব্দি মাঠে নেমে কাজ করেছেন তা উদাহরণ যোগ্য। তাঁদের এই প্রতিবাদী ভূমিকা সমগ্র বরাক বাসী অনেকদিন মনে রাখবেন। Bdf মিডিয়া সেলের অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেন যে আজকের সফল বনধ প্রমাণ করেছে যে বরাকের স্বাধিকার ও স্বাভিমানে আঘাত পড়লে জনগণ তা কখনই মেনে নেবেননা।‌

তিনি বলেন আজ তেমন পিকেটার্স ছিলনা বা কাউকে জোরজবরদস্তিও করা হয়নি। এরপরও এই সফলতা প্রমাণ করেছে জনগণ অন্তর থেকে এই বনধ্ সমর্থন করেছেন।তিনি বলেন গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর তাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছেন পুলিশ কর্তারা।

একই ভাবে রাইজর দলের সভাপতি সহ হাইলাকান্দিতে অনেক কর্মী সমর্থককে গ্রেফতার করার পরও হেনস্থা করা হয়েছে। কিন্তু কোনকিছুই জনগণের স্বতঃস্ফূর্ত আবেগকে দমিয়ে রাখতে পারেনি।

তিনি বলেন তারা আশা করেন যে সরকার অবিলম্বে বরাক বাসীর এই গনদাবি গুলি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অন্যথা এরপর সারা উপত্যকা জুড়ে উত্তাল গণ আন্দোলনের প্রস্তুতি নেবে বিডিএফ।

বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে রাজদীপ ভট্টাচার্য বলেন যে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের নির্যাতন, নিপীড়নের শিকার হতে হচ্ছে এসবের প্রতিবিধানে অবিলম্বে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক।

আজকের এই স্বতঃস্ফূর্ত বনধ পালনের মাধ্যমে বরাকের প্রত্যেক নাগরিক এই দাবির সপক্ষে মত ব্যক্ত করেছেন। এছাড়া সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া বাতিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের কর্মপ্রার্থীদের নিয়োগ করতেই হবে। অন্যথা এইসব পদ বরাকের স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষণ করুক সরকার।

এছাড়া বৈধ সুপারি ব্যাবসায় অহেতুক প্রশাসনিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। নতুবা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ দেবায়ন দেব থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন ।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

15 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

1 day ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago