অসম

এ যে নয়-ছয়ের পালা! ৯ মাসে ৬ বার দলবদল করলেন হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রী ফারহানা

ফের দল পরিবর্তন করলেন হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রী ফারহানা খানম চৌধুরী। এবার আবার এআইইউডিএফ ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন ফারহানা। শনিবার গুয়াহাটিতে প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাসের হাতে নিজের যোগদান পত্র সমঝে দেন ফারহানা খানম চৌধুরি।

সভানেত্রীর চরিত্র সরাসরি মিলে যায় বাংলার প্রবাদের সঙ্গে। এ যেন গিরিগিটি। স্বার্থে বারবার রং পাল্টাচ্ছেন!মাত্র ৯ মাসের ভিতরে ৬ বার দল পরিবর্তন করে এক নতুন অভিলেখ সৃষ্টি করেছেন হাইলাকান্দির বহু চর্চিত জেলা পরিষদ সভানেত্রী ফারহানা খানম চৌধুরী। প্রথমে তিন মাসে ৫ বার দল বদলের রেকর্ড করা ফারহানা শনিবার ফের এআইইউডিএফ ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন।

বিগত পঞ্চায়েত নির্বাচনে ফারহানা খানম এবং উনার স্বামী মাসুক আহমেদ বরভূইয়া প্রথমে কংগ্রেস দল থেকে রাঙাউটি নিতাইনগর জেলা পরিষদ আসনের জন্য দলীয় টিকেট দাবি করেছিলেন। কিন্তু কংগ্রেসের টিকেট লাভে বঞ্চিত হয়ে যোগদান করেন এজিপি দলে। কিন্তু এর পরদিন নিজেকে এআইইউডিএফ প্রার্থী দাবী করে মনোনয়নপত্র জমা করেন। এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী ও হন।

এরপরই সৃষ্টি হয় আরেক বিতর্কের। ভোটে জিতেই নিজ স্ত্রীকে জেলা পরিষদের চেয়ার পার্সন করার স্বপ্ন দেখা শুরু করেন মাসুক আহমেদ। কিন্তু এতে বিপত্তির সৃষ্টি করেন কাঠলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। কারণ দীর্ঘ ১০ বৎসর থেকে এই জেলা পরিষদের সভাপতির আসনে বসার স্বপ্ন দেখে আসছিলেন সুজাম উদ্দিন। আর এবার ১১টির মধ্যে ৬টি আসনেই এআইইউডিএফ প্রার্থী জয়ী হওয়ায় সুজাম উদ্দিনের স্ত্রীর সভানেত্রী হওয়া ছিল মাত্র সময়ের অপেক্ষা।

এদিকে মাসুক আহমেদের মনের ইচ্ছেকে কাজে লাগায় বিজেপি ও এজিপি। বিজেপির চার ও এজিপির এক সদস্যের সমর্থনে গত ৬ ফেব্রুয়ারি জেলা পরিষদের সভানেত্রী নির্বাচিত হন ফারহানা খানম চৌধুরী। সিক্রেট ব্যালটের মাধ্যমে ৬ টি ভোট পেয়ে জয়ী হন ফারহানা খানম চৌধুরী। আর ৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন বিধায়ক সুজাম উদ্দিনের স্ত্রী ফারহানা বেগম লস্কর। সহ-সভাপতি নির্বাচিত হন অগপ প্রার্থী হিলাল উদ্দিন বরভূইয়া। এরপর স্থানীয় আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে নব নির্বাচিত সভানেত্রীকে পাশে বসিয়ে বিজেপি জেলা সভাপতি সুব্রত নাথ এই বোর্ড বিজেপির বলে ঘোষনা করেন

। কিন্তু দুদিন পরই জেলা পরিষদ কার্যালয়ে দেখাযায় এক অন্য চিত্র। ফারহানা খানম এবং মাসুক আহমেদকে সঙ্গে নিয়ে সদল বলে কার্যালয়ে প্রবেশ করেন দুই বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং নিজাম উদ্দিন চৌধুরী। সঙ্গে উপস্থিত হন এআইইউডিএফের জেলা কমিটির নেতৃবৃন্দ সহ নির্বাচিত জেলা পরিষদ সদস্যরা। কার্যালয়ে এসেই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সুজাম নিজাম এই বোর্ড এআইইউডিএফের বলে ঘোষণা করেন। তাঁদের প্রার্থীকে ভুল বুঝিয়ে বিজেপি ষড়যন্ত্র করেছে বলেও দাবী করেন বিধায়কদ্বয়। এর পেছনে এক গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবী করেন দুই বিধায়ক।

এদিনই বিকেলে জেলা বিজেপি সভাপতি নিজের দল বল নিয়ে আবারো এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ফারহানা বিজেপিতেই রয়েছেন বলে ঘোষণা করেন। এরপর থেকেই বিজেপি এবং এআইইউডিএফ দুটি দলই জেলা পরিষদ তাদের দখলে রয়েছে বলে দাবী করতে থাকে।

এরই মধ্যে শনিবার গুয়াহাটি গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রঞ্জিত দাসের হাতে নিজের যোগদান পত্র সমঝে দেন ফারহানা খানম চৌধুরী। যোগদানের সময় ফারহানার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সুব্রত নাথ, বরখলার বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চ্যাটার্জি, বিজেপি নেতা পৃথ্বীশ দাস, সাধারণ সম্পাদক বিভাশ সিংহ প্রমুখ।

জেলা বিজেপি সাধারণ সম্পাদক সন্দিপন পাল জানান, ফারহানা পূর্বে এআইইউডিএফ ত্যাগ করেছিলেন কিন্তু তিনি তখন কোন দলে যোগদান করেননি। নির্দল হিসাবেই বিজেপি জেলা পরিষদ সদস্যরা ফারহানাকে সমর্থন করেছিলেন কিন্তু আজ উনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করার ফলে এদিন থেকে হাইলাকান্দি জেলা পরিষদ সম্পূর্ণরূপে বিজেপির দখলে এসেছে।

কিন্তু দল বদলের রেকর্ড করা এই নেত্রী কতদিন বিজেপিতে থাকেন এই প্রশ্ন উত্থাপন হচ্ছে এই মুহুর্তে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

16 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

21 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 day ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

3 days ago