অসম

১৯ এর সকালে অসম শিলচর স্টেশন চত্বরে প্রতিবাদী ধর্ণায় বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্ট,শ্মশানঘাটে শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন বিডিএফ

শিলচর: ‘৬২ বছর পরও কেন ভাষা শহিদদের মেলেনি সরকারি স্বীকৃতি, ‘মেহোরোত্রা কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ করতে হবে ‘ ‘ ভাষা শহিদ স্টেশন নামকরণ করতে হবে ‘ ইত্যাদি প্লাকার্ড নিয়ে ১৯ মে সকালে স্টেশন চত্বরে এক প্রতিবাদী ধর্ণায় সামিল হন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের সদস্যরা।

ভাষা দিবসের অনুষ্ঠান চলাকালীন এই অভিনব প্রতিবাদী কর্মসূচি অনেকের দৃষ্টি আকর্ষণ করে, শহিদ তর্পনে আসা অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্ণায় অংশ নেন।

উপর্যুপরি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় যুবফ্রন্টের পক্ষ থেকে। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন যুবফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত। পরে সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন যে প্রতিবছর এই দিনে শহিদদের আমরা শ্রদ্ধা জানাই কিন্তু ঘটনার ৬২ বছর পরও শহিদদের সরকারি স্বীকৃতি জুটেনি।

মেহোরোত্রা কমিশনের রিপোর্টকে ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে আনা হয়নি। অনর্থক ‘ভাষা শহিদ স্টেশন ‘ নামকরণ আটকে রাখা হয়েছে। তিনি বলেন যদি আমাদের উনিশের লড়াইয়ের প্রকৃত উত্তরাধিকারী হতে হয়,এসব দাবি উত্থাপন করা অত্যন্ত জরুরি।

দিশপুরে একের পর এক সরকার আসলেও কেন এই দাবি গুলো পূরণ হয়না এই প্রশ্ন করতেই হবে। আমরা মনে করি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি সবাই এই নিয়ে সরব হন এবং সেই আওয়াজ দিশপুরের কর্তাদের কাছে পৌঁছাক। সেজন্যই যুবফ্রন্টের পক্ষ থেকে এই ধর্ণা কর্মসূচি পালন করা হচ্ছে।

পরে বিডিএফ এর কর্মকর্তারা শিলচর শ্মশানঘাটে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সেখানে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে আসাম আন্দোলনের ৮৮০ জন শহিদকে সরকারি স্বীকৃতি ও তাদের পরিবারকে সরকারি অনুদান দেওয়া হলেও ১৯ শের ভাষা শহিদদের ব্রাত্য করে রাখা নেহাৎই দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়।

এছাড়া রাজ্যের এক তৃতীয়াংশের মাতৃভাষাকে অবিলম্বে সরকারি সহযোগি ভাষার স্বীকৃতি দিতে হবে বলেও দাবি জানান তিনি। অন্যান্যদের মধ্যে এদিনের কর্মসূচিতে অংশ নেন যুব ফ্রন্টের পক্ষ থেকে দেবায়ন দেব,হারাধন দত্ত,রাজু দেব,রাজীব দাস প্রমুখ। এছাড়াও উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন হৃষীকেশ দে, আদিমা মজুমদার, সীমা ঘোষ, জয়দীপ ভট্টাচার্য,……. প্রমুখ। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

4 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

13 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

1 day ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago