কলকাতা: ভ্যালেন্টাইন’স উইক শুরু হতে আর দেরি নেই। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়েই শুরু হয় ভালবাসার সপ্তাহ। তবে এমনটা ভাবা ভুল যে, গোলাপ শুধু প্রেমিক/ প্রেমিকার জন্যে। আপনি আপনার মা, বাবা, বন্ধু সবাইকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসা জানাতে পারেন। তবে তার রং হবে ভিন্ন।
লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন।
লাল গোলাপ: প্রেমিক, প্রেমিকাকেই দেয়া হয় লাল গোলাপ। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ।

গোলাপি গোলাপ: ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে থ্যাঙ্ক ইউ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।
হলুদ গোলাপ: জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হচ্ছে হলুদ গোলাপ। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক।

কমলা গোলাপ: কমলা রং আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ, উৎসাহিত করতে কমলা গোলাপ দিন।
পিচ গোলাপ: এই গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।
সাদা গোলাপ: সাদা ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতার প্রতীক সাদা গোলাপ।