কলকাতা: এবার মহা বিপদে পড়েছেন উপাচার্যরা । কারণ রাজ্যপাল যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন, তাঁরা কোনোধরনের সুযোগ-সুবিধা পাবেন না। এমনকি তাঁরা নিতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
জোর ধাক্কা খেলেন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়েই সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
শুক্রবার রাজ্যের আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়েছেন, রাজ্যপাল আর কোনো অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না। শুধু তাই নয়, এখন অবধি যে উপাচার্যদের নিয়োগ করেছেন তারাও কোনও সরকারি সুযোগ সুবিধা পাবেন না।
উল্লেখ করা জরুরি যে, রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের অধিকার রাজ্য সরকারের আছে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিকে রাজ্য সরকার বেঁকে যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় । অবশেষে শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে আদালত জানায়, রাজ্যপাল নতুন করে কোনও অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না।
আর যাদের যে নিয়োগ করেছেন তাঁরা সরকারি সুযোগ সুবিধা পাবেন না।