কলকাতা: আজ মহালয়া। ভোর সময়টা এত সুন্দর কেটেছে সবারই। এদিকে মহালয়া বাজছে, ‘বাজলো তোমার আলোর বেণু’, অন্যদিকে মহালয়ায় তর্পণের ভিড় গঙ্গার ঘাটে।
মানুষের ঢল নেমেছে মহালয়ার দিন। দেবীপক্ষের সূচনা হয়েছে। পুজো পুজো ভাব চলেই এসেছে।
আর দুর্গাপুজোর আগে মহালয়ার বিশেষ তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করার রীতি বেদ পুরাণের সময় থেকে চলছে।
পিতৃপক্ষের শেষদিন হচ্ছে মহালয়া।
পঞ্জিকা মতে, এবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২৫ আশ্বিন (শুক্রবার, ১৩ অক্টোবর) রাত ৯ টা ২৬ মিনিট ১০ সেকেন্ড থেকে। এবং তিথি শেষ হচ্ছে ২৬ আশ্বিন (শনিবার, ১৪0 অক্টোবর) রাত ১০টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ড অবধি।