কলকাতা: ভোরে হালকা ঠাণ্ডা বাতাস, পাতলা রোদ, কাশের বনে দোলা লাগিয়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে শিউলি ফুলের মধ্যে দিয়ে উমা এসেছে বাপের বাড়ি৷ ফুলের ম ম গন্ধে আজ মহাষষ্ঠী। দেবীর বোধন।
পুরাণ মতে দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো শুরু করেছিলেন রাম চন্দ্র।
বোধনের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয়। নর্থ ইস্ট নাও এর সকল পাঠক শুভাকাঙ্ক্ষীদের শারদীয় শুভেচ্ছা।