কলকাতা: ওরে নবমীনিশি না হও রে অবসান।
শুনেছি দারুণ তুমি না রাখ শতের মান॥
খলের প্রধান যত, কে আছে তোমার মত,
আপনি হইয়ে হত বধ রে পরের প্রাণ।
মহানবমীতে আমাদের এই একটা কথাই মনে আসে । এ বছরের মতো বাপের বাড়িতে উমার শেষ দিন।
নবমী রাত থেকেই যেন বিদায়ের ঘণ্টা বাজে। কেঁদে ওঠে মন।
এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, বিদায়ও নেবেন ঘোটকে। নবরাত্রির শেষ দিনে অর্থাৎ নবম দিনে দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয়।
নর্থ ইস্ট নাও এর সকল পাঠক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি থাকল কৃতজ্ঞতা এবং শারদীয় শুভেচ্ছা।