কলকাতা: আজ মাঘী পূর্ণিমা। হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ মাসে যে পূর্ণিমা পড়ে সেটি মাঘী পূর্ণিমা (Magh Purnima) নামে পরিচিত।
ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, চন্দ্রদেবের পুজো করা হয় পূর্ণিমা তিথিতে। এই মাঘ পূর্ণিমার দিন স্নান আর দান করা খুব গুরুত্বপূর্ণ।
ধর্মীয় মতে বিশ্বাস করা হয়, এই তিথিতে দেব-দেবীরা স্বর্গ থেকে পৃথিবীতে আসেন। আজ মন্দিরে মন্দিরে কীর্তন, হরিনাম হচ্ছে।মাঘী পূর্ণিমা ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৮ মিনিটে শেষ হবে। উদয়তিথি অনুসারে, মাঘ পূর্ণিমা পালিত হবে ৫ ফেব্রুয়ারি।

মাঘী পূর্ণিমার দিন কয়েকটি কাজ করতে পারলে বলা হয় পুণ্য হয়। মাঘী পূর্ণিমার দিন গঙ্গাস্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে ভালো। আত্মা শুদ্ধ হয়।
