কলকাতা: ‘শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন/ লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, বৈকুন্ঠধামেতে বসি করে আলাপন।’ আজ বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। বাচ্চা, বড় সবাই ব্যস্ত।
ঘরে, উঠোনে দেয়া হচ্ছে আল্পনা। ধানগাছের ছবি। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে চারদিক গমগম করছে।
মনে করা হয়, ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য নম্রতার প্রতীক।
কোজাগরী কেন বলা হয় জানেন?!
এই শব্দের অর্থ হচ্ছে, ‘কে জেগে আছো?’।
এবারে লক্ষ্মী পূর্ণিমার সময়
পূর্ণিমার মুহূর্ত শুরু – ১০ কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ (২৮ অক্টোবর, ২০২৩) তারিখে সকাল ৪.১৭ টা।পূর্ণিমার মুহূর্ত শেষ হচ্ছে – ১১ কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ (২৯ অক্টোবর, ২০২৩) তারিখে সকাল ১.৫৩ টা।
কোজাগরী লক্ষ্মী পুজোর সময় –২৮ অক্টোবর বেলা ১১টা ৩৯ মিনিট থেকে শুরু করে ২৯ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।