কলকাতা: এবার ভাইফোঁটা দুইদিন পড়েছে। যে কোনো সময় দেয়া যাবে।
প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় পালিত হয় ভাইফোঁটা। আজ মঙ্গলবার, ১৪ নভেম্বর দুপুর ২ টো ৩৬ মিনিটে দ্বিতীয় শুরু হবে। এবং শেষ হবে ১৫ নভেম্বর দুপুর ১ টা ৪৭ মিনিটে।
কথিত আছে, এই তিথিতে যমুনা তাঁর ভাই যমকে বাড়ি ডেকে ফোঁটা দিয়ে খেতে দিয়েছিলেন। সেই থেকে এই তিথি যমদ্বিতীয়া নামে পরিচিত।
নানা রাজ্যে ভাইফোঁটার নানা নাম। পশ্চিমবঙ্গে এই তিথি ‘ভ্রাতৃদ্বিতীয়া’ নামে পরিচিত। মহারাষ্ট্র, গুজরাতে এই উৎসবকে বলে ‘ভাউ বিজ’।
উত্তরপ্রদেশে বলা হয় ‘ভাইদুঁজ’। বিহারে ‘ভাই দুজ গোধন’ নামে বলা হয়। নেপালে বলে, ‘ভাইটিকা’।