• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Tuesday, March 28, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home পশ্চিমবঙ্গ

তসলিমার জয়, শৃঙ্খলিত নারী সমাজের জয়ঃ আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষ্যে প্রকাশ পাচ্ছে লেখকের ‘ব্রহ্মপুত্রের পাড়ে’

সাগরিকা দাস by সাগরিকা দাস
January 26, 2020 12:49 pm
তসলিমার জয়, শৃঙ্খলিত নারী সমাজের জয়ঃ আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষ্যে প্রকাশ পাচ্ছে লেখকের ‘ব্রহ্মপুত্রের পাড়ে’

তসলিমা নাসরিনের 'ব্রহ্মপুত্রের পাড়ে'।

113
VIEWS
Share on FacebookShare on Twitter

৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষ্যে প্রথমবারের জন্যে ‘দীপ প্রকাশন’ থেকে বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘ব্রহ্মপুত্রের পাড়ে’ বইটি বেরোচ্ছে।

শনিবার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নারীবাদী লেখক তসলিমা বইয়ের প্রচ্ছদসহ পোস্টটি শেয়ার করেছেন। একজন লেখকের জীবনে এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। তসলিমা নাসরিন স্বভাবতই যথেষ্ট আনন্দিত এই সংবাদে!

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের মানবতাবাদী, ধর্মনিরপেক্ষ লেখক তসলিমা নাসরিন মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছেন, এবং চলবেন আজীবন।

কোন অন্যায়ের কাছে মাথা নত করার মতো ধাতু দিয়ে গড়া নন তিনি।

ভারত তথা কলকাতা তাঁর কাছে দ্বিতীয় বাংলা।

তিনি লিখছেন,
“তোমাকে তিরিশ তিরিশ লাগে, অথচ তুমি তেষট্টি
তেষট্টি হও, তিরিশ হও তাতে কার কী এলো গেলো
তুমি তুমিই; তেমনই, তোমাকে ঠিক যেমন হলে মানায়।”

উল্লেখ্য, বাংলাদেশে তসলিমার মোট ৬ খানা বই নিষিদ্ধ। তাঁর একমাত্র অপরাধ কী ছিল? না তাঁর লেখায় বারংবার উঠে এসেছে নারী-পুরুষের সমানাধিকারের কথা। এবং সে কথা বলতে গিয়ে তাঁর লেখায় উঠে এসেছে মূলত ধর্মীয় কুসংস্কার কিভাবে সমাজের নারীকে বন্দী করে রেখেছে।

‘আমার মেয়েবেলা’র তৃতীয় খণ্ড ‘দ্বি-খণ্ডিত’ নিষিদ্ধ হয় পশ্চিমবঙ্গে ২৮ নভেম্বর, ২০০৩ সালে। বাংলাদেশে ‘ক’ নিষিদ্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গে ‘দ্বি-খণ্ডিত’ নামে বইটি প্রকাশিত হয়। কিন্তু এন্টি-ইসলামিক বিষয় থাকার অভিযোগে ‘পশ্চিমবঙ্গ’ সরকার নিষিদ্ধ ঘোষণা করে বইটি।

শুধু তাই নয়। তসলিমার টিভি সিরিয়াল (দুঃসহবাস) নিষিদ্ধ করেছে তৃণমূল সরকার।

তসলিমা এ বিষয়ে অভিযোগ করেন,‘‘আমার ‘দুঃসহবাস’ নিয়ে যে একশো পর্বের ধারাবাহিক হওয়ার কথা ছিল, সেটা সংশ্লিষ্ট চ্যানেলে পুলিশ পাঠিয়ে মমতা বন্ধ করে দিয়েছিলেন। কলকাতা থেকে সব বিজ্ঞাপনও সরিয়ে দিয়েছিলেন।’’

ধর্ম-সমাজ-পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে নিজস্ব ক্ষোভ, হতাশা আর আক্রমণ করেছেন সবকিছু ভেঙে ফেলার জন্য। ফলে তিনি সমালোচিত হয়েছেন, হয়েছেন নিন্দিত। সত্য কথা স্পষ্টভাবে লেখার জন্যে হারাতে হয়েছে স্বদেশের ঠাঁই, হয়েছেন পরবাসী।

এদিকে মাতৃভূমি থেকে বিতাড়িত হওয়ার পর পশ্চিমবঙ্গই ছিল তাঁর কাছে দ্বিতীয় বাংলা।

কিন্তু একজন লেখকের কলম কেড়ে নিয়ে কতভাবে, কত দিক দিয়ে তাঁকে অপমানিত, লাঞ্ছিত করা যায়, করেছে তৎকালীন সিপিএম এবং বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার।

প্রতিবাদী এই লেখককে ২০০৭ সালে কলকাতা থেকে বিতাড়িত করা হয়। আইনি জটিলতার অজুহাত দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে কলকাতায় থাকতে দিতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে তিনি ২০০৮ সালে সুইডেনে আশ্রয় গ্রহণ করেন।

তিনি বহুবার সংবাদ মাধ্যমে কলকাতার প্রতি নিজের মনের একান্ত ভালোবাসাটুকু তুলে ধরেছেন। গলা বুজে আসা কন্ঠে বারবার প্রকাশ করেন তিনি, কলকাতা বইমেলায় যেতে না পারার কষ্ট। তসলিমা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সরকার পাল্টেছে, দল পাল্টেছে, সময় পাল্টেছে, মানুষ পাল্টেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও ‘তসলিমা’ র ক্ষেত্রে তাঁরা প্রত্যেকে এক। স্পষ্টবাদী হওয়ার জন্যে ‘তসলিমা’ নামটাই নিষিদ্ধ করেছে সরকার।

বর্তমানে ‘দীপ প্রকাশনী’থেকে বের হতে চলা ‘ব্রহ্মপুত্রের পাড়ে’ নিয়েও লেখকের শুভাকাঙ্ক্ষীরা যথেষ্ট চিন্তায় রয়েছেন। হয়তো ফের মিছিলের সম্ভাবনার আঁচ করতে পারছেন। অন্যদিকে তেমন কোন সম্ভাবনা নেই বলেও অনেকে আশা প্রকাশ করেছেন।

তসলিমা নাসরিনের মত প্রকাশে বার বার বাধা এসেছে, লেখকের বই নিষিদ্ধ করে বেঁধে দেয়ার চেষ্টা করা হয়েছে তাঁর মু। কিন্তু তিনি থামেননি। তাঁর নিষিদ্ধ ৬ টি বই…
১। লজ্জা:
১৯৯৩ সালে সরকারী এক তথ্যবিবরনীর মাধ্যমে তসলিমা নাসরিনের ‘লজ্জা’ বইটি নিষিদ্ধ করা হয়। সেই তথ্য বিবরণী অনুযায়ী, জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্ট এবং রাষ্ট্র বিরোধী উসকানিমূলক বক্তব্যপ্রকাশিত হওয়ার জন্য ‘লজ্জা’ নামক বইটির সকল সংস্করণ সরকার বাজেয়াপ্ত ঘোষণা করে। প্রকৃতপক্ষে মৌলবাদীদের আন্দোলনের কাছে মাথা নত করা সরকার বাধ্য হয় বইটিকে বাজেয়াপ্ত করতে। মৌলবাদীরা তসলিমাকে দেশ ত্যাগে বাধ্য করে।

২। আমার মেয়েবেলা:
১৯৯৯ সালে নিষিদ্ধ হয় তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক ‘আমার মেয়েবেলা’। নষ্ট ও গলিত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটি মেয়ে যে প্রতিকূল পরিবেশের ভেতর দিয়ে বেড়ে ওঠে তাই বর্ণনা করেছেন নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। অশ্লীলতার অভিযোগে বাংলাদেশ সরকার এই বইটিও নিষিদ্ধ করে দেন।

৩। উতল হাওয়া:
‘আমার মেয়েবেলা’র দ্বিতীয় খণ্ড ‘উতল হাওয়া’ প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ থেকে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বইটিতে ইসলাম বিরোধী তথ্য থাকার অভিযোগে বইটিকে নিষিদ্ধ করে দেয় ২০০২ সালে আগস্ট মাসে। সেখানেও বলা হয়, এই বই ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানতে পারে।

৪। ‘ক’:
ময়মনসিংহের স্থানীয় ভাষায় ‘ক’ অর্থ ‘বলা’। ২০০৩ সালে প্রকাশিত হওয়ার পর সাহিত্য ও মিডিয়া অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। সে বইয়ে যৌনতা ও ধর্ম বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন তসলিমা। ইমদাদুল হক মিলন, সৈয়দ শামসুল হক সহ বিভিন্ন জনকে জড়িয়ে নিজের জীবনের ঘটনা ব্যক্ত করেন। কবি ও ঔপন্যাসিক সৈয়দ শামসুল হক তসলিমার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানীর মামলা করে দেন। ফলে হাই কোর্ট কর্তৃক নিষিদ্ধ হয় তসলিমা নাসরিনের ‘ক’।

৫। দ্বি-খণ্ডিত:
আমার মেয়েবেলার তৃতীয় খণ্ড ‘দ্বি-খণ্ডিত’ নিষিদ্ধ পশ্চিমবঙ্গে ২৮ নভেম্বর, ২০০৩ সালে। বাংলাদেশে ‘ক’ নিষিদ্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গে ‘দ্বি-খণ্ডিত’ নামে বইটি প্রকাশিত হয়। কিন্তু এন্টি-ইসলামিক বিষয় থাকার অভিযোগে ‘পশ্চিমবঙ্গ’ সরকার নিষিদ্ধ ঘোষণা করে।

৬। সেই সব অন্ধকার:
ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কূটক্তি থাকার অভিযোগে বাংলাদেশ সরকার ২০ ফেব্রুয়ারি, ২০০৪ সালে নিষিদ্ধ করে ‘সেই সব অন্ধকার’ বইটি। সমাজকে আঘাত হানতে পারে এই ভয়ে তসলিমা নাসরিনের এই বইটিকেও আটকে দেয়া হয় নিষিদ্ধতার বেড়াজালে।

মুখ চাপা দিয়ে, লেখা থামিয়ে, বই নিষিদ্ধ করে একজন স্বতন্ত্র, প্রতিবাদী লেখককে মেরে ফেলার প্রয়াস কিন্তু সুদীর্ঘ ২৫/২৬ বছরেও সম্পন্ন হয়নি। যদিও তসলিমার মানসিকতা, শুভাকাঙ্ক্ষীর আশা তাঁর হাতে ফের কলম তুলে দেয়। এবং এভাবেই যেন তিনি লিখে যান, পুরুষতান্ত্রিক সমাজ নিপাত যাবে এই ধারালো কলমের খোঁচাতেই। আশা ব্যক্ত করেছেন তাঁর বন্ধুরা।

নিউজ পোর্টেলের পক্ষ থেকে তসলিমা নাসরিনের প্রতি রইল অনন্ত আগামির শুভেচ্ছা!

 

 

 

Tags: তসলিমা নাসরিন
No Result
View All Result

Recent Posts

  • Kolkata Fatafat Result আজ – March 28, 2023 লাইভ আপডেট
  • Shillong Teer Result আজ – March 28, 2023, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড লাইভ ফলাফল আপডেট
  • রাষ্ট্রপতিকে কী আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়?
  • বাংলাদেশে ক্ষেত থেকে আলু ও মাছ শিকারকালে বজ্রপাতে হত ৪
  • ২৮ মার্চ রাশিফল দেখুন
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd