কলকাতা: আমরা এই পুরুষতান্ত্রিক সমাজে সবসময় ছেলেবেলা নিয়ে ব্যস্ত থাকি। তোমার ছেলেবেলা কেমন ছিল? এই ধরনের প্রশ্ন শুনি। কিন্তু মেয়েবেলা কেমন ছিল সেটা এখন শোনা যায়। মানুষ সচেতন হচ্ছে।
এই মেয়েবেলা শব্দটা লেখক তসলিমা নাসরিনের জন্ম দেয়া। মেয়েবেলা বললে একান্ত নিজের সময়কে মনে হয়। আসলে এমন মনে হওয়ার কারণও আছে যথেষ্ট।
নারী নির্যাতন যখন চারদিকে হচ্ছে, তখন নারীকেও তো কিছু আঁকড়ে বাঁচতে হবে! এত কঠিন সময়ে নারীর লড়াই তো কম নয়।
Taslima এই মেয়েবেলা নিয়েই লিখলেন ফেসবুকে।
“মেয়েবেলা শব্দটি সৃষ্টি করেছিলাম আশির দশকের মাঝামাঝি। আজ তো দেখছি অনেক মিডিয়া, অনেক সংগঠনই শব্দটি ব্যবহার করে।
স্টার জলসায় শুনেছি মেয়েবেলা নামে সিরিয়াল শুরু হচ্ছে। শব্দটি শুনলেই মনে হয় এটি আমার শব্দ, আমার সম্পদ। তারপর নিজেকে বুঝিয়ে বলি, শব্দটি জন্মের সময় আমার ছিল বটে, কিন্তু এখন এটি সবার।
যে কেউ শব্দটি নিয়ে যা খুশি করতে পারে। এর ওপর আমার কোনও অধিকার আর নেই। শুধু শব্দের বেলায় নয়, বাক্যের বেলায়, ভাবনা চিন্তা, অনুভূতি উপলব্ধি, আদর্শ বিশ্বাসের বেলাতেও ব্যাপারটা একই রকম।
একবার ছড়িয়ে দিলে সেটি আর আমার একার নয়, সেটি সবার”।