কলকাতা: বিশ্বকাপের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে বিষয়টা নিয়ে। এত ভারত বিদ্বেষী বাংলাদেশের অধিকাংশ লোকেরা? শুধু কী ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বলে! ধর্ম মুখ্য, মানুষ গৌণ!
বাংলাদেশি ফ্যানরা ক্যামেরার সামনে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ভারতের হার তাদের কাছে সবচেয়ে আনন্দের৷ এবং ভারতের সাথে যদি কলাগাছের খেলাও হয় তবুও তারা ভারতকে নয়, কলাগাছকেই সমর্থন করবে!
এই অবস্থায় বোমা ফাটালেন তথাগত রায়।
স্মরণ করিয়ে দিলেন ভারত সবকিছুতেই বাংলাদেশের কাজে আসে, অথচ ভারতকেই এত গালাগাল।
লিখেছেন,
“মরিচের দাম বাড়ছে- ভারত আছে!
টমেটোর দাম বাড়ছে – তাই!
চাউলের দাম বাড়ছে- তাই!
পেঁয়াজের দাম বাড়ছে- তাই !!
কোরবানির পশু লাগবে – তাই !
আকাম কইরা পলান দিতে হবে – তাই !
উন্নত চিকিৎসা লাগবে- তাই !
আর গালি দিতে ইচ্ছা করছে? মালুর দেশ #ভারত তো আছেই “!!