নয়াদিল্লি: আজ মহালয়া। এবং আজ লেখক তসলিমা নাসরিন গিয়েছেন উৎসবে সামিল হতে।

সাদা শাড়িতে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তসলিমা। সেখানে মা দুর্গার প্রতিমার সামনেও দেখা যাচ্ছে তসলিমা নাসরিনকে।

ফেসবুকে তসলিমা লিখেছেন: “আজ সকালবেলা শারদীয় উৎসবে সামিল হলাম। অনুজ্ঞান, সম্রাট, স্নেহা এবং আরও অনেকের সঙ্গে। শঙ্খ বাজাচ্ছিল অনুজ্ঞান”।
