নয়াদিল্লি: যুদ্ধ চাই না, শান্তি চাই। আহ্বান যুদ্ধ বন্ধ করার তসলিমা নাসরিনের।
ফেসবুকে লিখেছেন:
“চারদিকে দেখছি হয় মানুষ ইসরায়েলের পক্ষে, নয় ফিলিস্তিনের পক্ষে। যে ইসরায়েলের পক্ষে, তার কিছু যায় আসে না ফিলিস্তিনিরা ইসরায়েলের বোমায় মারা গেলে। যে ফিলিস্তিনের পক্ষে, তার কিছু যায় আসে না ইসরায়েলের মানুষকে হামাসের হাতে মরতে হলে। আমি ওদের মতো পারি না।
ইসরায়েল এবং ফিলিস্তিনের নিরপরাধ নিরীহ মানুষের জন্য আমার প্রাণ কাঁদে। আমি চরম ডানপন্থী সন্ত্রাসী দল হামাসের বিরুদ্ধে এবং আমি ইসরায়েলের চরম ডানপন্থী নেতানিয়াহু’র সরকারের বিরুদ্ধে। এরাই সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে।
কোথাও কম মানুষের মৃত্যু হচ্ছে, কোথাও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। খুব স্বাভাবিক যে ইসরায়েলের মতো মিলিটারি শক্তির হাতে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে বেশি, সে কারণে হামাসের সন্ত্রাসকে কিন্তু জাস্টিফাই করবো না।
আগেও বলেছি, এখনও বলছি এই যুদ্ধ আর এই মৃত্যু ঠেকাতে দুই রাষ্ট্রের সমাধান ছাড়া আর কোনও ভাল সমাধান নেই। যুদ্ধ বন্ধ হোক। সন্ত্রাস বন্ধ হোক। মানুষ শান্তিতে স্বস্তিতে জীবন যাপন করুক”।