নয়াদিল্লি: ইজরায়েল হামাসের যুদ্ধ লেগেছে। যুদ্ধ মানেই রক্তক্ষরণ। যা স্বাভাবিকভাবেই মানববাদীদের বিরোধিতার।
তসলিমা নাসরিন এর বিরোধিতা করলেন। ফেসবুকে তিনি লিখেছেন:
“ইসরায়েল একটি রাষ্ট্র, ফিলিস্তিন একটি রাষ্ট্র। এটিই সমাধান। ফিলিস্তিনের যতটা ভূমি দখল করেছে ইসরায়েল, ততটা থেকে কতটা ছাড় দেওয়া যায়– এ বিষয়ে বৈঠক বসিয়ে দুটো রাষ্ট্রের ভাগ বাটোয়ারা করে ফেলুক বিশ্বের নেতৃবৃন্দ।
হামাস চায় ১৯৬৭ সালের আগে যে ভূমি ছিল ফিলিস্তিনিদের, তা ফেরত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়তে, ইসরায়েল চায় না ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে যে ভূমি দখল করেছে তা ছাড়তে। এভাবে যুগের পর যুগ পেরোচ্ছে, সহস্র মানুষের মৃত্যু হচ্ছে, বর্বরতা সীমা ছাড়িয়ে যাচ্ছে।
এসব আর সওয়া যাচ্ছে না। দু পক্ষকেই কিছুটা ত্যাগ করতে হবে। করতে হবেই। যুদ্ধ বন্ধ হোক, মানুষ বাঁচুক”।