কলকাতাঃ পশ্চিমবঙ্গের প্ৰাক্তন মন্ত্ৰী শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক কোন্দল থামতেই চাইছে না। সোমবার আলিপুর আদালত (Alipore Court) চত্বরে দাঁড়িয়ে বৈশাখীকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করেছিলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক তথা শোভনের প্ৰাক্তন স্ত্ৰী রত্না চট্টোপাধ্যায়(Ratna Chattopadhyay) ।তাঁরই জবাবে Social Mediaয় ভিডিও পোস্ট করেন বৈশাখী।
বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে(Baishakhi Bandhyopadhaya) তিনিই বলেছেন সিঁদুর পরতে। মঙ্গলবার সেই ভিডিওতে স্পষ্ট বার্তা দিলেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। Social Mediaয় একটি ভিডিয়ো পোস্ট করে রাজ্যের প্ৰাক্তন মন্ত্ৰীর স্ত্ৰী রত্না চট্টোপাধ্যায়কে(Ratna Chattopadhyay) জবাব দেন।
শোভন (Sovan Chatterjee)বলেন- “বৈশাখী কেন সিঁদুর পরবে সেটা তাঁর বিষয়। বৈশাখীকে সিঁদুর পরার অনুরোধ বা উপদেশ যদি কেউ দিয়ে থাকে, তাঁর নাম শোভন চট্টোপাধ্যায়। যতদিন আমি বেঁচে থাকব, চাইব এই সিঁদুর সর্বদা তাঁর শ্রীবৃদ্ধি করুক। আপনার ইচ্ছে হলে আপনিও পরুন কিন্তু, সীমারেখা লঙ্ঘন করবেন না।” একইসঙ্গে কার্যত হুঁশিয়ারির সুরেই রত্না চট্টোপাধ্যায়কে(Ratna Chattopadhyay) তাঁর বেহালার বাড়ি খালি করে দেওয়ার কথা বলেন। শোভন জানান, আইনত ওই বাড়ির মালিক বর্তমানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
‘আমার সুরক্ষাকবচ’ বলে শোভনের (Sovan Chatterjee) জবাবের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী। সেই ভিডিও রত্নাকে শোভনের পাল্টা প্ৰশ্ন করেছেন- ‘‘আপনি (রত্না) এ সব নিয়ে প্ৰশ্ন তোলার কে?’’
সোমবার আলিপুর আদালত (Alipore Court) চত্বরে দাঁড়িয়ে বৈশাখীকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করেছিলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়(Ratna Chattopadhyay)। রত্না প্রশ্ন তোলেন, “কেন সিঁদুর পরেন বৈশাখী? ওঁর তো ডিভোর্স হয়ে গেছে। নিজের মেয়েটাকে কেন বার বার আমার স্বামীর সন্তান বলে সব জায়গায় পরিচয় দেওয়ার চেষ্টা করছেন?”
তারই জবাব এল মঙ্গলবার দুপুরে। ১৬ মিনিটের বেশি সময়ের ওই ভিডিয়োয় রত্নার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শোভন। পাশে দাঁড়িয়েছেন বৈশাখী। বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে সোমবার আদালতে গিয়েছিলেন শোভন-বৈশাখী। উপস্থিত ছিলেন প্ৰাক্তন স্ত্ৰী রত্নাও। সেখানেই রত্নার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ আনেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।