কলকাতা: সৌরভ গাঙ্গুলিকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। একদম চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি।
গণেশ পুজোর উদ্বোধন করতে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় সোদপুর পানিহাটির ঘোলা থানার অন্তর্গত শ্রীপল্লীতে গণেশ মূর্তি উন্মোচন করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন,
” মমতা বন্দ্যোপাধ্যায় ২০ কোটি টাকা খরচ করছেন। সেটা টাকা জনগণের টাকা । পশ্চিমবঙ্গের জনগণকে বলে গিয়েছেন আমি শিল্প আনতে যাচ্ছেন। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেহালা থেকে মাদ্রিদে আবার মাদ্রিদ থেকে থেকে শালবনি নিয়ে যাওয়া হচ্ছে। এটা বিনিয়োগও নয়, শিল্প নয়। এগুলো সবই মিথ্যে ।”
তবে খেলোয়াড় হিসেবে সৌরভ গাঙ্গুলিকে পছন্দ করেন তিনি। সে কথা স্বীকার করেন তিনি।
“ব্যক্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা করি। আমি তাঁকে চিনি ব্যক্তিগতভাবে। উনি সবসময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন ৷ একসময় অশোক ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে স্পোর্টস অ্যাকাডেমি করবেন বলে জমি নিয়েছিলেন। সেই জমিতে স্পোর্টস অ্যাকাডেমি হয়নি । সেখানে স্কুল করতে গিয়েছিলেন। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে জমি ফেরত দিতে হয়। এরপর আবার উনি নিউটাউনের জমি নিয়েছেন ৷ এসব ধান্দাবাজি করেই অর্থ উপার্জন করতে চান। শালবনিতে আগে কিছু হয়নি। এখনও কিছু নেই। ভবিষ্যতেও কিছু হবে না। শুধু তাই নয়, নিউটাউনে কিছু করতে গেলে সেখানকার সিন্ডিকেটের খবরদারি সহ্য করতে হয়। তাদের থেকে যাবতীয় জিনিসপত্র কিনতে হয়। কোনও কোম্পানি কোন সরঞ্জাম দেবে সেটাও তারা নির্ধারণ করে। যতদিন এই সরকার রয়েছে ততদিন এখানে কোনওকিছুই সম্ভব নয়।”