কলকাতা: দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহা শিবরাত্রি (Maha Shivratri)। দলে দলে এই দিনটিতে ভক্তরা যায় শিবের মাথায় জল ঢালতে। তবে জল শুধু মেয়েদের ঢালতে হয় এই ধারণাটা পুরো ভুল। অযথা গুজব ছড়ানো এগুলো।
মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়।এদিন পুণ্যার্থীরা শিবের জন্যে ব্রত পালন করেন। চলে নানা ধর্মীয় রীতি পালন।

২০২৩ সালের শিবরাত্রির দিনক্ষণ জেনে নিন (Shivratri 2023 Date & Time)
এই বছর ১৮ ফেব্রুয়ারি শনিবার মহাশিবরাত্রির তিথি পড়েছে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬/৫/৩০ থেকে ১৯ ফেব্রুয়ারি ঘ ৩/৩৮/৩৪ পর্যন্ত শিব চতুর্দশীর তিথি।
শিবের পছন্দের ফুল হচ্ছে বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল। তবে বলা হয়, শিব ঠাণ্ডা, এক বেলপাতাতেই তুষ্ট থাকেন।