কলকাতা: কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে তৃণমূলের মহুয়া মৈত্রের একটি নৈশভোজের ছবি ভাইরাল হয়ে পড়েছে। এই নিয়ে সবাই কথা বলছেন।
এই নিয়ে বিরক্ত শশী থারুর। তিনি একে “নিম্ন স্তরের রাজনীতি” বলছেন। থারুর বলেছেন যে, ফটোগুলি মহুয়ার জন্মদিনের উদযাপনের ছিল। তাঁকে শিশু বলেন শশী থারুর।
কেরালার কোট্টায়ামে সাংবাদিকদের থারুর বলেছেন, “এটা এমন নিম্ন-স্তরের রাজনীতি।” “সেই শিশুটির জন্মদিন ছিল। আমি তাকে শিশু বলতে পারি না, তবে আমার কাছে সে একজনের মতো। সে আমার থেকে ১০ থেকে ২০ বছরের ছোট।””এটি তার জন্মদিনের পার্টি ছিল, এবং সেখানে ১৫ জন লোক উপস্থিত ছিল,”।