নয়াদিল্লি: সমকামীরা আবার হেরে গেলেন। সমকামী বিবাহ বৈধতা পেল না। সমকামীতা বৈধ ভারতে তবে বিয়ে পেল না স্বীকৃতি।
সমলিঙ্গে বিবাহকে আইনি স্বীকৃতি দিল না সুপ্রিম কোর্ট। আজকে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের তরফে এই মামলার রায় ঘোষণা করা হয়।
সেখানে ৩ জন বিচারপতি সমলিঙ্গে বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার বিপক্ষে রায় দেন। আবার ২ জন বিতারপতি সমলিঙ্গে বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার পক্ষে রায় দেন। এর ফলে সমলিঙ্গে বিবাহ আইনের চোখে বৈধতা পেল না।
সমলিঙ্গের যারা আছেন, তাঁদের মন ভাঙল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি আজ নিজের রায়ে জানান, রূপান্তরকামী কোনও পুরুষ যদি মহিলাকে বিয়ে করতে চান, বা রূপান্তরকামী কোনও মহিলা যদি পুরুষকে বিয়ে করতে চান, তাহলে তাঁরা করতে পারবেন।
বিচারপতি ভাট নিজের রায়ে বলেন, ‘আদালত সমকামী দম্পতিদের জন্য একটি সামাজিক বা আইনি প্রতিষ্ঠান তৈরি করতে পারে না।’
তবে সমলিঙ্গের বিবাহে ভারত সরকারের বিরোধিতা আছে।
রায় দানে আদালত জানিয়েছে, সমলিঙ্গ বিয়ের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই, সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নিক।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি ছাড়াও এই মামলায় সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যেরা, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি এস নরসিংহ।