নয়াদিল্লি: এবার রাম মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা হলো। রাবণ দহনের মঞ্চ থেকে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামি বছর ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে।
এই বিশেষ দিনে ভারতের সব জায়গায় মন্দিরে, বাড়িতে দিনটি উদযাপনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।
জানা গিয়েছে, মন্দির উদ্বোধনের দিন প্রায় দশ হাজার অতিরিক্ত মানুষ শহরে আসবেন। আর পৃথিবীর সব দেশ থেকে হিন্দুরা উদ্বোধনের দিন অযোধ্যায় হাজির থাকবেন। এক মিলন মেলা হবে।