কলকাতা: পুরীর (Puri) জগন্নাথধামে ভক্তদের ভিড় লেগেই থাকে। জগন্নাথ মহাপ্রভুর দর্শনে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ।
তবে এবার আপনাকে কিছু নিয়ম মানতে হবে। ওড়িশার সমুদ্রসৈকতের পাশে অবস্থিত জগন্নাথ মন্দিরে নতুন নিয়ম লাগু হতে চলেছে। আগামী ১ জানুয়ারি থেকে পোশাক নিয়ে কড়া বিধি- নিষেধ মেনে চলতে হবে ভক্তদের।
পোশাকের উপর ফতোয়া জারি হয়েছে। বিশেষ কিছু পোশাক পরে মন্দিরে যাওয়া যাবে না। ছেঁড়া জিন্স, হাফপ্যান্ট এগুলো পরে মন্দিরে যাওয়া যাবে না।
জগন্নাথ মন্দিরের প্রশাসনিক প্রধান রঞ্জন কুমার দাস বলেছেন, “মন্দিরের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, কিছু মানুষ অন্যের ধর্মীয় অনুভূতির তোয়াক্কা না করেই মন্দিরে আসছেন। ছেঁড়া জিন্স, স্কার্ট, স্লিভলেস পোশাক এবং হাফ-প্যান্ট পরে এমনভাবে মন্দিরে তাঁরা আসছেন, যেন মনে হচ্ছে সমুদ্র সৈকতে বা পার্কে হাঁটছেন। মন্দির ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়।”
সোমবার জগন্নাথ মন্দিরে প্রবেশের নয়া নির্দেশিকার কথা জানান এস জে টি এ (শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন)-র প্রধান রঞ্জন কুমার দাস। তিনি বলেছেন, “জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের ঐতিহ্যবাহী পোশাক পরতে হবে। ভক্তদের শর্টস, ছেঁড়া জিন্স এবং স্কার্টের মতো পোশাক পরা উচিত নয়। সারা দেশে বেশ কয়েকটি মন্দিরে ড্রেস কোড চালু করা হয়েছে।”