কলকাতা: পশ্চিমবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। ডিসেম্বরের ২৪ তারিখ ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী মোদি। ট্যুইট করে এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
তবে বিশেষ কারণেই তিনি আসছেন কলকাতা। ২৪শে ডিসেম্বর কলকাতায় “লক্ষ কণ্ঠে গীতা পাঠ” কর্মসূচি হতে চলেছে।
সেই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকরা। এবং আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।