নয়াদিল্লি: ভারতের পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম খুব কঠোর। এখানে ধর্ম খুব কঠোরভাবে পালন করা হয়।
মন্দিরের পবিত্রতা রক্ষা করা সকলের কর্তব্য। এবার পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করতে ভক্ত থেকে সেবায়েতদের জন্য জারি হল নয়া নির্দেশিকা।
পুরীর মন্দিরের অন্দরে এখন থেকে পান, গুটকা সেবন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, প্লাস্টিক ব্যাগ ও ফুল নিয়ে মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেউ নিয়ম ভাঙলে মোটা অঙ্কের জরিমানা গুণতে হবে।
তবে এখন থেকেই নয়, আগামী ১ জানুয়ারি, ২০২৪ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।
এই বিষয়ে জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস বলেছেন, “মন্দির চত্বরে কেউ পান বা গুটখা খাবেন না। এটা আমার আদেশ মনে করা উচিত নয়, ঈশ্বরের আদেশ হিসাবে স্বীকার করা উচিত।”
বলেন, “শুধু দর্শনার্থীদের জন্য নয়, সেবায়েতদের জন্যও পুরীর মন্দিরের ভিতর এই নিয়ম জারি থাকবে। কেই কোনওরকম পান, গুটকা জাতীয় জিনিস সেবন করতে পারবেন না ১২ শতাব্দির এই মন্দিরের ভিতর।”