কলকাতা: মহুয়া মৈত্রকে নিয়ে চলছে হুলুস্থুল। তাঁকে তো সম্প্রতি শিশু বলে পরিচয় দিয়েছেন শশী থারুর।
এবার ধরেছেন নিশিকান্ত ডুবে। এক্স হ্যান্ডেলে লিখলেন, “এখানে প্রশ্নটা আমার ডিগ্রি বা আদানি গ্রুপ নিয়ে নয়, বরং মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন কিনা। উনি টাকার জন্য বিবেক বেচে দিয়েছেন।”
টুইটে লেখেন, “প্রশ্নটা আমার ডিগ্রি বা আদানি গ্রুপ নিয়ে নয়, বরং মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন কি না। এটা সংসদের মর্যাদা বিষয়। ওনাকে উত্তর দিতে হবে যে এনআইসি-র মেইল দুবাই থেকে ব্যবহার করা হয়েছিল কিনা। প্রশ্নটা হচ্ছে উনি টাকা নিয়েছেন কিনা, ওনার বিদেশ সফরের খরচ কে দিয়েছিল? বিদেশ সফরগুলির জন্য উনি লোকসভা স্পিকার ও বিদেশ মন্ত্রকের অনুমতি নিয়েছিলেন কিনা?” টুইটে হ্যাশট্যাগ দিয়েছে, “ডিগ্রিওয়ালী দেশ বেচে”।