নয়াদিল্লি: এত পরিবর্তন, সাধারণ মানুষ প্রচুর হয়রানিতে পড়ে। এক অক্টোবর থেকে তেমনি অনেক পরিবর্তন আসছে। অক্টোবর মাসের প্রথম দিন থেকেই একাধিক সরকারি নিয়মের ক্ষেত্রে বদল ঘটবে।
নতুন নিয়মগুলি সম্পর্কে জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১/ ২০০০ নোট পুরোপুরি বাতিল হবে:
বাড়িতে যদি এখনো ২০০০ টাকার নোট থাকে, তবে অবশ্যই ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তন করিয়ে নিন। নিকটবর্তী ব্যাংক থেকে এখনো ২০০০ টাকার নোট পরিবর্তন করা যাচ্ছে। আগামিকাল থেকে আর কোনো মূল্য থাকবে না।
২/ গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন:
প্রতি মাসের শুরুতে এলপিজি, পিএনজি ও সিএনজি গ্যাসের দাম প্রকাশ পায়। ১লা অক্টোবর গ্যাসের দামের পরিবর্তন হতে পারে।
৩/ আধার লিঙ্ক না করলে ফ্রিজ হবে অ্যাকাউন্ট: ১ অক্টোবরের আগে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করলে, ১লা অক্টোবর থেকে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এর ফলে লেনদেন করা যাবে না। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, পোস্ট অফিস সেভিংস স্কিমের অ্যাকাউন্টে আধার নম্বর লিঙ্ক করিয়ে নিন।
৪/ বিদেশযাত্রায় টিসিএস-এর পরিমাণ বৃদ্ধি: অক্টোবরে যারা বিদেশ যাত্রা করবেন বলে ভেবে রেখেছেন, তাদের জন্য দুঃখের খবর । কারণ আগামী মাসে থেকে বিদেশ যাত্রার ক্ষেত্রে টিসিএস-এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ৭ লক্ষ টাকার কমে বিদেশ গেলে ৫ শতাংশ আর ৭ লক্ষ টাকার বেশি প্যাকেজ হলে ২০ শতাংশ টিসিএস দিতে হবে।