কলকাতা: মহুয়া মৈত্র এখন বিতর্কের কেন্দ্রে। তবুও তাঁর কথাবার্তায় বরাবরের মতো একটা বেপরোয়া ভাব আছেই। অবশ্য তিনি সাপোর্ট পাচ্ছেন।
ক্যাশ ফর কোয়ারি বিতর্কে বিদ্ধ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছে পার্লামেন্টের এথিক্স কমিটি।
আর এর মাঝেই সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন মহুয়া মৈত্র ।
তিনি বলেন, ‘পুরুষদের ক্ষেত্রে আমার পছন্দ ভয়ানক।’
উল্লেখ্য়, গার্ডিয়ানের প্রতিবেদনে ভারতীয় রাজনীতিতে মহুয়া মৈত্রকে ‘মিসফিট’ (খাপ খাচ্ছেন না) বলে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ‘রাজনীতি করতে হলে একজন মহিলাকে আদর্শগতভাবে বিয়ে করতেই হবে, তার কোনও মানে নেই। এক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্না, সিঙ্গেল, বিধবা, কোনও সম্পর্কে আছেন বা কোনও ডেটে যাচ্ছেন — এই বিষয়গুলি দেখা উচিত নয়।’
মহুয়া মৈত্রের বর্তমান বয়স ৪৯।