কলকাতা: মহুয়া মৈত্র আসলেই শিশু। শশী থারুর ভুল বলেননি। কারণ সংসদে কী প্রশ্ন করা হবে, সেটা নিজে তৈরি করতেন না। সমস্ত প্রশ্ন সাজিয়ে দিতেন দুবাইয়ের ব্যবসায়ী। এমন চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে।
আবার সেই অভিযোগ মেনেও নিয়েছেন মহুয়া মৈত্র। কেন সংসদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন ওই ব্যবসায়ীকে, তার ব্যাখ্যা দিলেন।
শুক্রবার তৃণমূল সাংসদ পরিষ্কার জানান, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানি তাঁর বন্ধু। লোকসভায় কী কী প্রশ্ন করবেন তিনি, তা হিরানন্দানির অফিসের কোনও কর্মীকে টাইপ করে পাঠানোর জন্যই নিজের সংসদীয় ইমেইল লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন।
মহুয়া এই বিষয়ে বলেন, “সংসদের ওয়েবসাইটে আমি যে প্রশ্নগুলি দিয়েছিলাম, দর্শন হিরানন্দানির অফিসের কেউ প্রশ্নগুলি টাইপ করে দিয়েছিল। প্রশ্নগুলি টাইপ করার পর আমাকে ওরা ফোন করত, আমি প্রশ্নগুলির উপরে এক নজর বুলিয়ে নিতাম কারণ নিজের কেন্দ্র নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। প্রশ্নগুলি ইমেইলে পাঠানোর পর আমার মোবাইলে ওটিপি আসত। আমি ওই ওটিপি দিলে তবেই প্রশ্নগুলি জমা করা যেত। তাই, দর্শনের আমার আইডিতে ঢুকে নিজের মনগড়া প্রশ্ন লিখে দেওয়ার দাবি অত্যন্ত হাস্যকর।”