কলকাতা: হঠাৎ কলকাতায় হাজির হলেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বৃহস্পতিবার সকালে কলকাতা এসেছেন আরজেডি সুপ্রিমো লালু ও তেজস্বী। সঙ্গী আছেন লালুর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার তাঁরা কলকাতায় এসেছেন। তবে তাঁরা মুখ্যমন্ত্রী মমতার সাথে দেখা করবেন কিনা সেটা এখনো জানা যায়নি।