নয়াদিল্লি: নারী মাত্রই অলঙ্কার, এমন ভাবনা সবার। তবে সবাই তা নন। লেখক তসলিমা নাসরিনের সোনার গয়নার প্রতি কোনো আকর্ষণ নেই। সেটাই লিখলেন আরো একবার:
“আমি সোনা রূপো হীরে মুক্তোর অলঙ্কার পরি না। আমি কোনও জ্যোতিষীর কাছে যাইনি কখনও, আমি কাউকে হাত দেখাই না, আমি আঙুলে কোনও গ্রহ রত্ন পরি না।
গলায় যে একটি চেইন পরি, লকেটটার জন্য পরি। লকেট বলতে একটি বন্দুক, যেটির নলে গিঁট দেওয়া। গুলি ছুঁড়লেও গুলি বেরোবে না। যুদ্ধ, লড়াই, খুনোখুনি, মারামারি, কলহ কোন্দল, হিংসে দ্বেষ, ঘৃণা আর নিন্দের বিরুদ্ধে বন্ধ নলের বন্দুকটি এক ধরণের প্রতীকী প্রতিবাদ।
আমার ব্যাংকে কোনও সেইফ নেই যেখানে গয়না গাটি রাখবো। তবে কি আমার সম্পদ আমার টাকা পয়সা? টাকা পয়সা তো ভাল করে গুনতেও জানিনা। তবে কি বই? বই ছাপা হওয়ার পর আমার সেই বই পড়ে থাকে আর সব বইয়ের মতো।
বিভিন্ন ভাষায় বেরোনো আমার বইগুলো কোথায় কে জানে। আমার মেডেলগুলো হারিয়ে গেছে, বা এদেশে কিছু ওদেশে কিছু পড়ে আছে। আমার পুরস্কারগুলো কোথায় খুঁজতে হবে।
তাহলে কী আমার সম্পদ? আমার সম্পদ আমার আদর্শ, আমার বিশ্বাস, আমার মুক্ত চিন্তা, আমার শুদ্ধ ভাবনা। এসব সম্পদ কোনও জায়গা দখল করে না, এদের খালি চোখে দেখা যায় না”।