কলকাতা: আজ গণেশ পুজো। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। চারদিকে আনন্দ পুজো নিয়ে। আর গণেশ পুজো প্রচুর হয়। পাড়ায় পাড়ায়, মণ্ডপে তো হয়ই।
গণেশ চতুর্থীর তিথি কখন থেকে জেনে নিন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে –
চতুর্থী তিথি আরম্ভ –
বাংলার– ১ আশ্বিন, সোমবার।
ইংরেজি– ১৮ সেপ্টেম্বর, সোমবার।
সময়– দিবা ১২টা ৪১ মিনিট।
চতুর্থী তিথি শেষ –
বাংলা– ২ আশ্বিন, মঙ্গলবার।
ইংরেজি– ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার।
সময়– দিবা ঘ ১টা ৪৪ মিনিট।
অমৃতযোগ- দিবা ঘ ৬ টা ১৫ মধ্যে, পুনঃ ৭ টা ৪ মিনিট গতে ১১টা ৭ মিনিট মধ্যে।
শ্রী শ্রী গণেশ চতুর্থী।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
চতুর্থী তিথি আরম্ভ–
বাংলার– ৩১ ভাদ্র, সোমবার।
ইংরেজি– ১৮ সেপ্টেম্বর, সোমবার।
সময়– ঘ ১০টা ৩০ মিনিট ৩৩ সেকেন্ড।
চতুর্থী তিথি শেষ–
বাংলার– ১ আশ্বিন, মঙ্গলবার।
ইংরেজি– ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার।
সময়– ঘ ১০ টা ৫৪ মিনিট ৫৬ সেকেন্ড।
অমৃতযোগ- দিবা ঘ ৬ টা ১৫ মধ্যে, পুনঃ ৭ টা ৩ মিনিট ৩৩ সেকেন্ড গতে ১১টা ৬ মিনিট ১২ সেকেন্ড মধ্যে।